ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

রাত ৮টার মধ্যে হজযাত্রীদের বাড়ি ভাড়ার প্রক্রিয়া শেষ করার কঠোর নির্দেশ

২০২৫ এপ্রিল ১৪ ১২:০৯:৩৩
রাত ৮টার মধ্যে হজযাত্রীদের বাড়ি ভাড়ার প্রক্রিয়া শেষ করার কঠোর নির্দেশ

ডুয়া ডেস্ক: ২০২৫ সালের হজের জন্য মক্কায় ১,২৬৫ জন এবং মদিনায় ৯৩ জন হজযাত্রীর আবাসনের ব্যবস্থা এখনও করেনি ২০টি হজ এজেন্সি। এ প্রেক্ষিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এসব হজযাত্রীদের বাড়িভাড়া প্রক্রিয়া ১৪ এপ্রিল (সোমবার) রাত ৮টার মধ্যে শেষ করার কঠোর নির্দেশ দিয়েছে।

রোববার (১৩ এপ্রিল) রাতে মন্ত্রণালয় এক জরুরি নির্দেশনায় জানায়, চলতি বছরের হজ ব্যবস্থাপনায় ৭০টি লিড এজেন্সির অধীনে ৬৮৩টি এজেন্সি অংশ নিয়েছে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের রোডম্যাপ অনুযায়ী, প্রাথমিকভাবে ১৪ ফেব্রুয়ারির মধ্যে সব সেবা চুক্তি সম্পন্ন করার সময় নির্ধারিত ছিল। পরবর্তীতে সময় বাড়িয়ে ২৫ মার্চ এবং সর্বশেষ ৩ এপ্রিল পর্যন্ত বর্ধিত সময় দেওয়া হয়।

কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যেও ২০টি লিড এজেন্সি সংশ্লিষ্ট হজযাত্রীদের জন্য বাড়ি বা হোটেল ভাড়া নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বর্তমানে তাসরিয়া প্রাপ্ত বাড়ি ভাড়া নেওয়ার সুযোগ বন্ধ হয়ে গেছে। এখন শুধুমাত্র তানসিয়া প্রাপ্ত হোটেল ভাড়া করার বিকল্পই খোলা রয়েছে, যা যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, একাধিক সভা, চিঠি এবং মোবাইল বার্তার মাধ্যমে এসব এজেন্সিকে সচেতন করার পরও সাড়া মেলেনি। এতে হজযাত্রীদের হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে, যা সরকারের ভাবমূর্তির জন্য হুমকিস্বরূপ।

উল্লেখ্য, হজযাত্রীদের ভিসা সম্পন্ন করার সময়সীমা আগামী ১৮ এপ্রিল।

ধর্ম মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি ভাড়া না করলে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন-২০২১’ এবং ‘বিধিমালা-২০২২’ অনুসারে কঠোর প্রশাসনিক ব্যবস্থা, এমনকি লাইসেন্স বাতিলও করা হতে পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: হজ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে