ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজার: ডিভিডেন্ড অর্থ ব্যবহারে আসছে নতুন নিয়ম

২০২৫ এপ্রিল ১৪ ১১:২৩:০৯
শেয়ারবাজার: ডিভিডেন্ড অর্থ ব্যবহারে আসছে নতুন নিয়ম

ডুয়া নিউজ:বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য বিএসইসি (বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন) সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় ঘোষিত ক্যাশ ডিভিডেন্ডের অর্থ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণের পূর্বে দীর্ঘ সময় ব্যাংকে অলস অবস্থায় রাখতে হবে না। এজিএম (বার্ষিক সাধারণ সভা) এর একদিন আগে ব্যাংকে ডিভিডেন্ডে অর্থ জমা দেওয়ার মাধ্যমে কোম্পানি এই অর্থ ব্যবহার করতে পারবে।

বর্তমান নিয়ম অনুযায়ী, কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করার পর ঘোষিত অর্থ ১০ দিনের মধ্যে একটি আলাদা ব্যাংক হিসাবে জমা রাখতে হয়। এতে করে ডিভিডেন্ডের অর্থ তিন মাসেরও বেশি সময় ব্যাংকে অলস অবস্থায় পড়ে থাকে।

নতুন নিয়মে কোম্পানিগুলোকে এজিএমের একদিন আগে ডিভিডেন্ডের অর্থ ব্যাংকে জমা দিলেই যথেষ্ট হবে। এছাড়া যদি এজিএমের পরে ডিভিডেন্ডের চূড়ান্ত ঘোষণা পরিবর্তিত হয়, তাহলে উদ্বৃত্ত অর্থ উত্তোলনের সুবিধা থাকবে।

নতুন এ সিদ্ধান্তের ফলে কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল সংকুচিত হওয়ার সম্ভাবনা কমবে এবং কোম্পানির মুনাফা, ইপিএস (প্রতি শেয়ারের আয়) ও এনএভির (নেট অ্যাসেট ভ্যালু) ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ অলস অর্থ কোম্পানির কার্যকর মূলধনে আর কোনো অঙ্কে প্রভাব রাখবে না।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানির (বিএপিএলসি) উদ্যোগে এই পরিবর্তন এসেছে। সংস্থার কর্মকর্তাগণ দাবি করেছেন, দীর্ঘ সময় অলস অর্থ রেখে লাভ নেই; তাই নতুন নিয়ম এজিএমে শেয়ারহোল্ডারদের প্রয়োজনীয় অনুমোদনের পর কোম্পানিগুলোকে কার্যকরভাবে নিজেদের অর্থ ব্যবহার করার সুযোগ দেবে।

নতুন এই নিয়ম শেয়ারবাজারে অংশগ্রহণকারী কোম্পানিগুলোকে সুবিধা প্রদান করবে এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সাহায্য করবে। কোম্পানির ক্যাশ ডিভিডেন্ডের অর্থকে অকার্যকরভাবে রাখার পরিবর্তে কার্যকরভাবে ব্যবহার করার সুযোগ সৃষ্টি করবে নতুন উদ্যোগটি। শিগগিরই বিএসইসি এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা জারি করবে বলে জানা গেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে