ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

শোভাযাত্রায় ফ্যাসিস্টের মুখাবয়ব ও ‘পানি লাগবে পানি’

২০২৫ এপ্রিল ১৪ ১১:২০:৫৭
শোভাযাত্রায় ফ্যাসিস্টের মুখাবয়ব ও ‘পানি লাগবে পানি’

ডুয়া ডেস্ক: বর্ষবরণ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অন্যান্য বছরের মতো এবারও রঙিন মুখোশ, চিত্রকর্ম ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে চারদিকে। তবে এবারের শোভাযাত্রায় একটি বিশেষ মুখাবয়ব ও বার্তা বিশেষভাবে নজর কাড়ে—ফ্যাসিস্টের মুখাবয়ব ও 'পানি লাগবে পানি' মোটিফ।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় অংশ নেয় হাজারো মানুষ। শোভাযাত্রাটি শাহবাগ মোড়, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর ঘুরে আবার চারুকলায় গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় দেখা যায়, আগে তৈরি করা ফ্যাসিস্টের মুখাবয়বটি পুড়িয়ে ফেলার পর নতুন করে ককশিট দিয়ে তৈরি করা হয়েছে আরেকটি মুখাবয়ব। এছাড়া, জুলাই আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধকে স্মরণ করে 'পানি লাগবে পানি' প্রতীকও প্রদর্শিত হয়। এই প্রতীকের সঙ্গে উৎসব অংশগ্রহণকারীদের অনেককেই ছবি তুলতে দেখা গেছে।

নববর্ষ ঘিরে সারাদেশেই নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান জানিয়েছেন, সাইবার নিরাপত্তাসহ সব দিকেই নজরদারি বাড়ানো হয়েছে যেন উৎসব নির্বিঘ্নে উপভোগ করতে পারেন সবাই।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে