ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

পহেলা বৈশাখে রাজধানীতে দিনভর যত আয়োজন

২০২৫ এপ্রিল ১৪ ১০:৩১:১৮
পহেলা বৈশাখে রাজধানীতে দিনভর যত আয়োজন

ডুয়া ডেস্ক: বাঙালি সংস্কৃতির অনন্য ধারক পয়লা বৈশাখ। বছরের প্রথম দিনে প্রাণের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে রাজধানী ঢাকা। এবছরও দিনটিকে ঘিরে শহরজুড়ে চলছে উৎসবের আমেজ, থাকছে নানারকম আয়োজন, সাংস্কৃতিক পরিবেশনা ও বর্ণাঢ্য শোভাযাত্রা।

চলুন দেখে নেওয়া যাক রাজধানীর উল্লেখযোগ্য বৈশাখী আয়োজনগুলো—

**রমনা বটমূল: বর্ষবরণে ছায়ানটের গান**

বৈশাখের শুরু মানেই রমনার বটমূল। প্রত্যেক বছরের মতো এবারও প্রথম প্রহরে, সকাল ৬টা ১৫ মিনিটে ছায়ানটের আয়োজনে গানের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়। সারাদিনজুড়ে গান, কবিতা, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি আশপাশে বসে বাঙালিয়ানা খাবারের মেলা—পান্তা-ইলিশ, বিভিন্ন ধরনের পিঠা ও দেশীয় খাদ্যপণ্য।

**ঢাকা বিশ্ববিদ্যালয়: বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা**

ঢাবির চারুকলা অনুষদের উদ্যোগে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী ‘আনন্দ শোভাযাত্রা’। সকাল থেকেই টিএসসি ও চারুকলা প্রাঙ্গণ পরিণত হয় উৎসবের নগরীতে। রঙিন মুখোশ, বিশাল পুতুল, পটচিত্র ও দেশীয় শিল্পকর্মে সজ্জিত মানুষজন অংশ নেয় শোভাযাত্রায়, যার মূল প্রতিপাদ্য এবছর ‘স্বৈরাচারের প্রতিকৃতি’।

**সোহরাওয়ার্দী উদ্যান: বৈশাখী কনসার্টে সুরের ঝড়**

বিকেল ৩টা থেকে শুরু হয় কনসার্ট। অংশ নেয় জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, লালন, ভাইকিংস, দলছুট, স্টন ফ্রি, এভোয়েড রাফা ইত্যাদি। পাশাপাশি অংশ নেয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ব্যান্ড দল—গারোদের ‘এফ মাইনর’, চাকমাদের ‘ইনভোকেশন’, মারমাদের ‘চিম্বুক’, ত্রিপুরাদের ‘ইমাং’ এবং খাসিয়াদের ‘ইউনিটি’।

**বাংলাদেশ শিল্পকলা একাডেমি: দুই দিনের নবপ্রাণ উৎসব**

সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে ১৩ ও ১৪ এপ্রিল ‘নবপ্রাণ আন্দোলন’-এর ব্যানারে চলছে দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নাচ, নাটক, আবৃত্তি ও প্রদর্শনীতে অংশ নিচ্ছেন দেশের খ্যাতিমান শিল্পীরা।

**রবীন্দ্র সরোবর: পাহাড় ও সমতলের সুরে বর্ষবরণ**

ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ভোর ৬টা থেকে শুরু হয় ‘সুরের ধারা’-র আয়োজন। এই অনুষ্ঠানে অংশ নেয় সমতল ও পাহাড়ের নানা জাতিগোষ্ঠী। গান, কবিতা, নাচের পরিবেশনার পাশাপাশি থাকে ঐতিহ্যবাহী খাবারের আয়োজন।

**জাতীয় সংসদ ভবন: প্রযুক্তির ছোঁয়ায় বৈশাখ**

সংসদের দক্ষিণ প্লাজায় থাকে চীনা প্রযুক্তি দলের অংশগ্রহণে ব্যতিক্রমী ড্রোন শো। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ব্যান্ড শো ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান।

**শোভাযাত্রার প্রতিকৃতি ও থিম**

এবারের শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ‘স্বৈরাচারের প্রতিকৃতি’। আগুনে পোড়ার পর দ্রুত পুনর্গঠিত করা হয় কাঠামো, হালকা ককশীট দিয়ে তৈরি হচ্ছে বিশাল প্রতিচিত্র। এছাড়া জুলাই-আগস্টের অভ্যুত্থানে নিহতদের স্মরণে তৈরি হয়েছে ১৫ ফুট লম্বা পানি বোতল—মীর মুগ্ধের ‘পানি লাগবে’ থিমের প্রতীক। বোতলের ভেতরে থাকবে একাধিক খালি বোতল, যা শহিদদের স্মরণ করায়।

**প্রতীকী ভাস্কর্য ও প্রতিবাদের চিত্র**

বড় আকৃতির ইলিশ, কাঠের বাঘ, শান্তির পায়রা, পালকি, রঙিন চরকি, সুলতানি ও মুঘল আমলের মুখোশসহ নানা শিল্পকর্ম তুলে ধরা হয় শোভাযাত্রায়। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে রাখা হয়েছে তরমুজের ফালি মোটিফ, যার রঙ ফিলিস্তিনি পতাকার প্রতিফলন হিসেবে ব্যবহৃত হয়—প্রতিরোধ ও দৃঢ়তার প্রতীকরূপে।

পয়লা বৈশাখ মানেই নতুনের উদ্‌যাপন, ঐতিহ্যের ধারাবাহিকতা এবং একসাথে পথচলার অঙ্গীকার। রাজধানীজুড়ে বৈচিত্র্যময় এই আয়োজনে যেন নতুন বছরে বাঙালির প্রত্যাশা হয়ে ওঠে আরও উজ্জ্বল আরও ঐক্যবদ্ধ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে