ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

বর্ণিল আয়োজনে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ সম্পন্ন

২০২৫ এপ্রিল ১৪ ১০:১৩:৪৭
বর্ণিল আয়োজনে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ সম্পন্ন

ডুয়া নিউজ: ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ এই মূল বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে শুরু হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। এতে হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় বর্ষবরণের এই বর্ণাঢ্য আয়োজন শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে শোভাযাত্রার নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

শোভাযাত্রায় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে সংগঠনটির সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল ও সদস্য (দপ্তর) বায়েজীদ বোস্তামী উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা যায়, চারুকলা প্রাঙ্গণ ছিল উৎসবের রঙে ভরপুর। সকালবেলা থেকেই জনস্রোতের জমায়েত ঘটতে শুরু করে। রমনা, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যানসহ আশেপাশের এলাকায়ও মানুষের ঢল দেখা যায়।

শোভাযাত্রায় অংশ নিচ্ছেন চারুকলার শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা এবং নানা বয়সের মানুষ। এতে মুখোশ, পাপেট, বাঁশ দিয়ে তৈরি বাঘ, পাখি, মাছসহ বিভিন্ন বিশালাকার শিল্পাকৃতি দিয়ে তুলে ধরা হচ্ছে গ্রামীণ জীবন ও প্রকৃতিনির্ভর মানুষের সংগ্রামের চিত্র।

শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও অপরূপ এই শোভাযাত্রায় অংশ নিতে মানুষ এসেছেন। হলুদ, লাল, সবুজ ও কমলা রঙের পোশাকে সজ্জিত হয়েছেন সবাই। নারীদের মাথায় ফুলের মালা, হাতে রঙিন চুড়ি এবং শিশুদের মুখে উচ্ছ্বাস - পুরো পরিবেশটি ছিল প্রাণবন্ত। ছোট ছোট মুখোশ পরে ও হাতে পতাকা নিয়ে আনন্দ মিছিলে অংশ নিচ্ছেন তারা।

শোভাযাত্রাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও লক্ষ্য করা যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে