ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি থাকা বিদেশিদের নিবন্ধনের নির্দেশ; অন্যথায় শাস্তি

২০২৫ এপ্রিল ১৩ ২৩:৩৬:০২
যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি থাকা বিদেশিদের নিবন্ধনের নির্দেশ; অন্যথায় শাস্তি

ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক নির্দেশনায় জানিয়েছে, দেশটিতে ৩০ দিনের বেশি অবস্থান করা সব বিদেশিকে অবশ্যই নিবন্ধন করতে হবে। যারা এ নিয়ম মানবেন না, তাদের আর্থিক জরিমানা ও কারাদণ্ডের মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, “যেসব বিদেশি যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি সময় ধরে অবস্থান করছেন, তাদের কেন্দ্রীয় সরকারের কাছে নিবন্ধন করতেই হবে। ব্যর্থ হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং এর জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

পোস্টটিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম অবৈধ অভিবাসীদের উদ্দেশে একটি সুস্পষ্ট বার্তা দিয়েছেন— “যুক্তরাষ্ট্র ত্যাগ করুন এবং স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যান।”

স্থানীয় সময় শনিবার (১২ এপ্রিল) ওই পোস্টের নিচে একটি ছবিও প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে লেখা হয়েছে, স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়া নিরাপদ। কারণ এতে নিজের পছন্দ অনুযায়ী ফ্লাইট বুকিং সম্ভব। সেই সঙ্গে যারা স্বেচ্ছায় ফিরবেন, তারা যুক্তরাষ্ট্রে অর্জিত অর্থ সঙ্গে করে নিতে পারবেন। তারা চাইলে ভবিষ্যতে বৈধভাবে ফেরার সুযোগও থাকবে। এমনকি অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করলে আর্থিক সমস্যা থাকলে মার্কিন সরকার তাদের বিমানের ভাড়ায় ভর্তুকি দেবে।

কিন্তু যারা নিয়ম না মেনে যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন, তাদের জন্য কঠোর শাস্তি ও হেনস্তার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করা হয়েছে। এর মধ্যে রয়েছে— বিনা নোটিশে তাৎক্ষণিক নিজ দেশে ফেরত পাঠানো। কাউকে যদি যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হয় কিন্তু তিনি যদি না ছাড়েন তাহলে যতদিন থাকবেন ততদিনের জন্য দৈনিক ৯৯৮ ডলার করে জরিমান দিতে হবে। এছাড়া কারাদণ্ড দেওয়া হতে পারে।

সর্বশেষ সতর্কতায় বলা হয়েছে, অবৈধ অভিবাসী যাদের ফেরত পাঠানো হবে তারা আর কখনোই বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে