ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

আমিরাতের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ; মাসিক ভাতাসহ একাধিক সুবিধা

২০২৫ এপ্রিল ১৩ ২৩:২৪:৪৭
আমিরাতের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ; মাসিক ভাতাসহ একাধিক সুবিধা

ডুয়া ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) খ্যাতনামা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান খলিফা বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত (ফুল ফান্ডেড) বৃত্তি দিচ্ছে। ১৯৮৯ সালে যাত্রা শুরু করা বিজ্ঞানভিত্তিক এই পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়টি আবুধাবিতে অবস্থিত।

২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক দেশি-বিদেশি শিক্ষার্থীরা এই ফুল ফান্ডেড বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বৃত্তির আওতায় সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, আবাসন সুবিধা, যাতায়াত ভাড়া ও অন্যান্য খরচ বহন করা হবে।

বাংলাদেশি শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা: - স্নাতকোত্তরের জন্য থাকতে হবে স্নাতক ডিগ্রি

- পিএইচডির জন্য প্রয়োজন স্নাতকোত্তর ডিগ্রি

- একাডেমিক রেজাল্ট হতে হবে ভালো

- ইংরেজি ভাষায় দক্ষতা (আইইএলটিএসে স্কোর কমপক্ষে ৬.৫)

- SAT স্কোর: ১৫৫০

- TOEFL (ইন্টারনেট ভিত্তিক) স্কোর: ৯১

- স্টেটমেন্ট অব পারপাস (৫০০–১০০০ শব্দের মধ্যে)

-বিশ্ববিদ্যালয়ের ভর্তির অন্যান্য শর্ত পূরণ

- দুটি রেফারেন্স লেটার

- ইংরেজি ভাষা দক্ষতার সনদ

- পিএইচডি প্রার্থীদের জন্য থাকতে হবে পূর্ববর্তী গবেষণাকর্ম

সুযোগ-সুবিধা:

- সম্পূর্ণ টিউশন ফি মওকুফ

- স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য মাসিক ৮,০০০ দিরহাম

- পিএইচডি শিক্ষার্থীদের জন্য মাসিক ১০,০০০ দিরহাম

- স্বাস্থ্যবিমা সুবিধা

- আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ

বৃত্তির মেয়াদ:

- পূর্ণকালীন স্নাতকোত্তর কোর্স: ২ বছর

- খণ্ডকালীন স্নাতকোত্তর কোর্স: ৩ বছর

- পিএইচডি কোর্স: ৩–৪ বছর

অধ্যয়নের ক্ষেত্রসমূহ: ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, নিরাপত্তা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং কলা।

বিশেষায়িত বিভাগগুলোর মধ্যে রয়েছে:

রাসায়নিক প্রকৌশল, ইলেকট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, পদার্থবিজ্ঞান ও প্রকৌশল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মহাকাশ প্রকৌশল, রোবোটিকস, আন্তর্জাতিক ও নাগরিক নিরাপত্তা।

প্রয়োজনীয় কাগজপত্র:

- একাডেমিক ট্রান্সক্রিপ্ট

- হালনাগাদ সিভি

- পাসপোর্ট সাইজ ছবি (সাদা ব্যাকগ্রাউন্ডে)

- বৈধ পাসপোর্ট

- ব্যক্তিগত বিবৃতি

- স্টেটমেন্ট অব পারপাস

- দুটি রিকমেন্ডেশন লেটার

আবেদন পদ্ধতি:আগ্রহী প্রার্থীরা খলিফা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিতওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১৪ এপ্রিল ২০২৫

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

স্কলারশিপ এর সর্বশেষ খবর

স্কলারশিপ - এর সব খবর



রে