ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

মহিলা মাদ্রাসার ছাত্রাবাসে নাইট ভিশন সিসি ক্যামেরা!

২০২৫ এপ্রিল ১৩ ২১:৫৮:০৫
মহিলা মাদ্রাসার ছাত্রাবাসে নাইট ভিশন সিসি ক্যামেরা!

ডুয়া নিউজ: মহিলা মাদ্রাসার ছাত্রাবাসে নাইট ভিশন সিসিটিভি ক্যামেরা স্থাপনকে কেন্দ্র করে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ (এমজেএফ)।

রোববার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, যশোরের শার্শা উপজেলার নাভারণে অবস্থিত ফাতিমাতুজ্জোহরা কওমি মহিলা মাদ্রাসার হোস্টেলে ১৬টি নাইট ভিশন ক্যামেরা বসানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি সামনে আসে যখন এক অভিভাবক কর্তৃপক্ষকে এ নিয়ে প্রশ্ন তোলেন।

এমজেএফের ভাষ্য অনুযায়ী, ছাত্রীদের থাকার জায়গায় এই ধরনের নজরদারি সরঞ্জাম স্থাপন মানবাধিকারের চরম লঙ্ঘন। অভিভাবকরা সন্তানদের নিরাপত্তা ও ধর্মীয় শিক্ষার প্রত্যাশায় এসব প্রতিষ্ঠান বেছে নেন।

কিন্তু হোস্টেলের মতো ব্যক্তিগত পরিবেশে সিসি ক্যামেরা বসিয়ে সেই আস্থা ও সম্মানবোধে বড় ধরনের আঘাত হানা হয়েছে বলে মনে করে সংগঠনটি।

এ ধরনের ঘটনায় শিশুর নিরাপত্তা, গোপনীয়তা ও মর্যাদার প্রশ্নে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে এমজেএফ।

মারুফ/

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে