ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

এপ্রিলেও রেমিট্যান্স পালে হাওয়া; ১২ দিনে এল ১০৫ কোটি ডলার

২০২৫ এপ্রিল ১৩ ২১:৩৭:০৩
এপ্রিলেও রেমিট্যান্স পালে হাওয়া; ১২ দিনে এল ১০৫ কোটি ডলার

ডুয়া নিউজ: গত কয়েকমাস ধরেই রেমিট্যান্স পালে বইছে হাওয়া। চলতি মাসেও এই ধারা অব্যাহত রয়েছে। এপ্রিলের প্রথম ১২ দিনে ১০৫ কোটি ২৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে যার পরিমাণ ১২ হাজার ৮৩৮ কোটি ৬ লাখ টাকা।

আজ রবিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রবাসীদের পাঠানোর রেমিট্যান্সের মধ্যে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৯ কোটি ৩ লাখ ৪০ হাজার ডলার।

এ ছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ৩৯ কোটি ৬৮ লাখ ৪০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৬ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৩ লাখ ডলার রেমিট্যান্স।

চলতি বছরের মার্চ মাসে দেশে রেকর্ড ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা দেশের ইতিহাসে এক মাসে প্রাপ্ত সর্বোচ্চ রেমিট্যান্স।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে এসেছে ২১৯ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে এসেছে ২৫২ কোটি ৮০ লাখ ডলার।

এদিকে, গত বছরের জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ ডলার, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ ডলার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ডলার, মে মাসে ২২৫ কোটি ৪৯ লাখ ডলার, জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার, জুলাইতে ১৯১ কোটি ৩৭ লাখ ডলার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ডলার, নভেম্বরে ২১৯ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে প্রবাসীরা পাঠিয়েছেন ২৬৩ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে