ঢাকা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বৃদ্ধি

২০২৫ এপ্রিল ১৩ ২১:১৩:৫১
সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বৃদ্ধি

ডুয়া নিউজ: এক সপ্তাহের দর-কষাকষি ও সরকারের সঙ্গে বৈঠকের পর অবশেষে ভোজ্যতেল মিলমালিকেরা প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছেন। নতুন দামে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম এখন ১৮৯ টাকা, যা আগে ছিল ১৭৫ টাকা। নতুন দাম আজ থেকেই কার্যকর হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।

নতুন ঘোষণা অনুযায়ী, পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের দাম এখন ৯২২ টাকা, যা পূর্বে ছিল ৮৫২ টাকা। বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম প্রতি লিটার ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ছিল ১৫৭ টাকা।

এর আগে গত ৯ ডিসেম্বর সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল এবং তখন লিটারপ্রতি দাম ১৭৫ টাকা নির্ধারণ করা হয়।

ঈদের আগে ২৭ মার্চ ব্যবসায়ীরা নতুন করে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন। তাঁদের প্রস্তাবে বোতলজাত সয়াবিনের দাম এক লাফেই ১৮ টাকা এবং খোলা সয়াবিনের দাম ১৩ টাকা বাড়ানোর দাবি ছিল। ভোজ্যতেলের ওপর কর-সুবিধার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরদিন ১ এপ্রিল থেকে নতুন দাম কার্যকর হওয়ার কথা ছিল।

রমজানের আগে সরকারের দেওয়া শুল্ক-করের সুবিধার মেয়াদ ৩১ মার্চ শেষ হওয়ার পর এই দাম বৃদ্ধির প্রস্তাব আসে। গত সপ্তাহে ঈদের ছুটি শেষে দফায় দফায় দাম বৃদ্ধির আলোচনা চলেছে। কিন্তু তখন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

এদিকে, কারখানা মালিকদের দাবির আগেই ভোজ্যতেলে আমদানি পর্যায়ে শুল্ক-কর রেয়াতের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছিল ট্যারিফ কমিশন। তবে এনবিআর এই বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত জানায়নি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে