ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ব্রজমোহন কলেজের ছাত্রাবাসে আ’গুন

২০২৫ এপ্রিল ১৩ ২১:০৪:৫৭
ব্রজমোহন কলেজের ছাত্রাবাসে আ’গুন

ডুয়া নিউজ: বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্রাবাসের পরিত্যক্ত ডাইনিং ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ রবিবার (১৩ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে কলেজের কবি জীবনানন্দ দাশ হলের ডাইনিং ভবনে এ আগুন লাগে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও শিক্ষার্থীদের ব্যবহৃত ১০টি বাইসাইকেল পুড়ে গেছে বলে জানা গেছে। এছাড়াও ভবনের ভেতরে থাকা টিন, কাঠের টুকরো ও পরিত্যক্ত আসবাবপত্রও আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

শিক্ষার্থী সূত্রে জানা গেছে, ডাইনিং ভবনের টিনের ছাউনি থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হচ্ছে। হলের শিক্ষার্থীরা তখনই পাশের পুকুর থেকে বালতিতে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করছিলেন।

শিক্ষার্থীরা জানান, দুপুরের দিকে ডাইনিং ভবনের ডান পাশের কর্নার থেকে প্রথমে ধোঁয়া দেখা যায়। এরপর আগুন পুরো ছাউনি এবং ভেতরে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন, “শিক্ষার্থী ও ফায়ার সার্ভিসের সদস্যদের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও আমরা সতর্ক অবস্থানে রয়েছি। একটি তদন্ত কমিটি গঠন করা হবে, যারা ডাইনিং ভবনের বিদ্যুৎ সংযোগসহ অন্যান্য বিষয় খতিয়ে দেখবে। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।”

বিষয়টি নিয়ে বরিশাল দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. বাহাউদ্দিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে, যা ভবনের বিভিন্ন স্থানে দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ভবনটি পরিত্যক্ত হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে