ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

জার্মানিতে প্রবাসী বাংলাদেশিদের ঈদ আনন্দ

২০২৫ এপ্রিল ১৩ ১৯:২৮:৩২
জার্মানিতে প্রবাসী বাংলাদেশিদের ঈদ আনন্দ

ডুয়া নিউজ: জার্মানির বাণিজ্যিক শহর ফ্রাংকফোর্টে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আয়োজনটি শনিবার (১২ এপ্রিল) শহরের নিকটস্থ গ্রিস হাইম সালবাউ হলে বন্ধন সাংস্কৃতিক গোষ্ঠী আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শতাধিক সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংগঠনটির মুখ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব কায়উম চৌধুরী।

পুনর্মিলনীর আয়োজন করা হয়েছিল মজাদার খাবারের পাশাপাশি শিল্পী নিম্মি কাদের ও তাপসী রায়ের সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের ব্যাপক আনন্দ দিয়েছে।

অনুষ্ঠানে কায়উম চৌধুরী বলেন, দীর্ঘ তিন দশক ধরে আমরা প্রবাসে নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার সুযোগ দিতে এই আয়োজনটি করেছি। এই ধারাবাহিকতা বজায় রাখতে যে সকল সদস্য প্রতিবছর অবিরাম পরিশ্রম করেছেন, তাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জানাই।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে