ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু; প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

২০২৪ ডিসেম্বর ২৩ ১৬:১৫:৪৫
বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু; প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

ডুয়া ডেস্ক: সাভারের পাকিজা এলাকায় বাসচাপায় সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার নিহতের ঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলায় অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগের পড়েন দূরপাল্লার বাসযাত্রীরা।

এ সময় বাস চালক ও হেলপারের গ্রেপ্তারসহ সড়ক শৃঙ্খলায় ছয় দফা দাবি জানান শিক্ষার্থীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার। এছাড়া পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরাও রয়েছেন। অবরোধ তুলে নিতে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন সংশ্লিষ্টরা।

এর আগে, গত শনিবার (২০ ডিসেম্বর) ঢাকা-আরিচা মহাসড়কে পাকিজা এলাকায় ঠিকানা পরিবহনের বাসের চাপায় প্রত্যয় সরকারের মৃত্যু হয়। এ ঘটনায় ওইদিনই আন্দোলনের নামে শিক্ষার্থীরা।

জানা গেছে, নিহত প্রত্যয় সরকার সাভার সিআরপি নাসিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মেহেরপুর জেলার গাংনি থানার জনাতন সরকারের ছেলে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্কুল-কলেজ এর সর্বশেষ খবর

স্কুল-কলেজ - এর সব খবর



রে