ঢাকা, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

রেমিট্যান্স প্রবাহে রিজার্ভে লেগেছে সঞ্চালন

২০২৫ এপ্রিল ১৩ ১৫:৪৯:৫৫
রেমিট্যান্স প্রবাহে রিজার্ভে লেগেছে সঞ্চালন

ডুয়া নিউজ : প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক পরিবর্তন এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার।

রোববার (১৩ এপ্রিল) এই তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

তিনি জানান, রিজার্ভ এখন সন্তোষজনক পর্যায়ে রয়েছে এবং আইএমএফের দেওয়া শর্ত পূরণে দেশ সঠিক পথে এগোচ্ছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ঋণ পাওয়ার শর্ত হিসেবে জুনের মধ্যে নিট রিজার্ভ ১৭ বিলিয়ন ডলারের কাছাকাছি থাকতে হবে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, বর্তমানে নিট রিজার্ভ রয়েছে ১৬ বিলিয়নের আশপাশে, যা লক্ষ্যমাত্রার কাছেই।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১২ এপ্রিল পর্যন্ত গ্রস রিজার্ভ ২৬ দশমিক ১৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আইএমএফের গৃহীত হিসাব পদ্ধতি (বিপিএম-৬) অনুযায়ী রিজার্ভের পরিমাণ এখন প্রায় ২১ বিলিয়ন ডলার।

এর আগে, ৬ এপ্রিল পর্যন্ত এই রিজার্ভ ছিল ২৫ দশমিক ৬২ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ২০ দশমিক ৬০ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, আইএমএফের নির্দেশনা অনুসারে বিপিএম-৬ পদ্ধতিতে নিট রিজার্ভ গণনা করা হয়, যেখানে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে প্রকৃত রিজার্ভের পরিমাণ নির্ধারণ করা হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে