ঢাকা, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে দিনের শুরুতে উথ্থান, শেষে সব সূচকে হতাশার ছায়া

২০২৫ এপ্রিল ১৩ ১৫:৩১:৪৫
শেয়ারবাজারে দিনের শুরুতে উথ্থান, শেষে সব সূচকে হতাশার ছায়া

ডুয়া নিউজ : পরপর দুই দিন ইতিবাচক ধারায় থাকার পরে বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটিতে গিয়েছিল দেশের শেয়ারবাজার। ছুটিয়ে কাটিয়ে আজ রোববার (১৩ এপ্রিল) লেনদেনে ফিরেছে দেশের উভয় শেয়ারবাজর।

আজ দিনের শুরুটা ছিল আশাব্যঞ্জক। শেয়ারবাজারে সূচক উর্ধ্বমুখী থাকায় বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটেছিল। তবে সেই উল্লাস স্থায়ী হয়নি দিনের শেষ পর্যন্ত। লেনদেনের শেষ ঘণ্টায় এসে বাজারে নেমে আসে হতাশার ছায়া। পতনে শেষ হয় দিনের কার্যক্রম, সবকটি সূচকই হারায় পজিটিভ গতি।

বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইক্সের অবস্থান ছিল ৫ হাজার ২০৫ দশমিক ২৩ পয়েন্টে। আজ লেনদেন শুরুতেই যা দাড়ায় ৫ হাজার ২১৮ দশমিক শেয়ারবাজারের ৯২ পয়েন্টে। এরপর এক ঘন্টার মধ্যে অর্থাৎ সকাল ১১টায় প্রধান সূচক নেমে আসে ৫ হাজার ২০৮ দশমিক ৫৮ পয়েন্টে। এরপর আর পজিটিভ গতি ধরতে পারেনি সূচক। দিনশেষে প্রধান সূচক নেমে আসে ৫ হাজার ১৬৯ দশমিক ৬৮ পয়েন্টে।

আজ ডিএসইর প্রধান সূচক কমেছে ৩৫ দশমিক ৫৫ শতাংশ। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইস ৬ দশমিক ৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৬ দশমিক ২১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫ দশমিক ৯২ পয়েন্ট কমে ১ হাজার ৯১১ দশমিক ৯৭ পয়েন্টে।

সূচকের সাথে মিল রেখে আজ ডিএসইতে লেনদেনও কমেছে। আগের কর্মদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৪০ কোটি ১৬ লাখ টাকার। আজ লেনদেন হয়েছে ৪১৪ কোটি ৩১ লাখ টাকার। অর্থাৎ লেনদেন কমেছে ১২৫ কোটি ৮৪ লাথ টাকা।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৯টির, কমেছে ২৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৫ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ৪৮ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৬টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ দশমিক ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৭০ দশমিক ৮৭ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই ২ দশমিক ৮৫ পয়েন্ট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে