ঢাকা, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

মক্কায় প্রবেশে নতুন বিধিনিষেধ, অনুমতি ছাড়া ফিরিয়ে দেওয়া হবে

২০২৫ এপ্রিল ১৩ ১৪:৪৭:৫১
মক্কায় প্রবেশে নতুন বিধিনিষেধ, অনুমতি ছাড়া ফিরিয়ে দেওয়া হবে

ডুয়া নিউজ : আসন্ন হজ মৌসুমকে কেন্দ্র করে বড় পরিসরের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। হজ ব্যবস্থাপনাকে আরও সুসংগঠিত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৩ এপ্রিল থেকে পবিত্র নগরী মক্কায় প্রবেশে বিশেষ অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) সৌদি বার্তা সংস্থা সামা টিভির প্রতিবেদনে জানানো হয়, উমরাহ ভিসায় সৌদি আরবে অবস্থানরত বিদেশিদের ২৯ এপ্রিলের মধ্যে দেশ ত্যাগ করতে হবে। নির্ধারিত সময়ের চেয়ে বেশি থাকলে তা ভিসার শর্ত লঙ্ঘনের আওতায় পড়বে।

এছাড়া, সৌদির অন্যান্য শহরে বসবাসরত বিদেশি নাগরিকদেরও ২৩ এপ্রিল থেকে মক্কায় প্রবেশের জন্য প্রয়োজনীয় অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কেউ পবিত্র নগরীতে প্রবেশের চেষ্টা করলে, বিশেষ করে আল-শুমাইসি চেকপয়েন্টে তাদের ফেরত পাঠানো হবে। তবে যাদের ইকামা (আবাসিক অনুমতি) মক্কা শহর থেকেই ইস্যু করা হয়েছে, তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়।

কর্মসংক্রান্ত কারণে মক্কা বা আশপাশের পবিত্র স্থানে যেতে হলে, বিদেশি শ্রমিকদের ‘আবশের’ অথবা ‘মুকিম’ পোর্টালের মাধ্যমে যথাযথ অনুমতি নিতে হবে।

এদিকে, উমরাহ ভিসা ইস্যুর জন্য ব্যবহৃত ‘নুসুক’ পোর্টালে ২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত নতুন উমরাহ অনুমতি দেওয়া সাময়িকভাবে বন্ধ থাকবে। এই নির্দেশনা উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) এর সদস্য দেশগুলোর নাগরিকদের পাশাপাশি সৌদিতে অবস্থানরত বিভিন্ন ভিসাধারী বিদেশিদের জন্যও প্রযোজ্য হবে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হজ মৌসুমে ভিড় নিয়ন্ত্রণ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে