ঢাকা, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

মেঘনা আলমের ৩০ দিনের আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

২০২৫ এপ্রিল ১৩ ১২:৩৩:০৭
মেঘনা আলমের ৩০ দিনের আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

ডুয়া নিউজ : বিশেষ ক্ষমতা আইনে অভিনেত্রী ও মিস আর্থ বাংলাদেশ ২০২০-এর বিজয়ী মেঘনা আলমকে ৩০ দিনের জন্য আটক রাখার আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মেঘনার বাবার পক্ষে এ রিট দায়ের করেন ব্যারিস্টার সারা হোসেন।

এর আগে ১০ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ ক্ষমতা আইনের আওতায় মেঘনাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ওই দিন রাত সাড়ে ১০টার দিকে ডিবি পুলিশ মেঘনা আলমকে আদালতে হাজির করে। এরপর আদালত বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ৩(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদেশে বলা হয়, আইনটির ২(এফ) ধারায় বর্ণিত ‘জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার পরিপন্থী ক্ষতিকর কার্য থেকে প্রতিরোধ’ এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই এই আটকাদেশ দেওয়া হয়েছে। পরে মেঘনাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এর আগে, একটি ফেসবুক লাইভে মেঘনা অভিযোগ করেছিলেন—নিজেকে পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন তার বাসার দরজা ভেঙে জোরপূর্বক ভেতরে প্রবেশ করে। লাইভটি প্রায় ১২ মিনিট ধরে চলে, এরপর তা হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং পরে সেটি মুছেও ফেলা হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: মেঘনা আলম

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে