ঢাকা, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন ঢাবি অ্যালামনাই’র আহ্বায়ক ও সদস্য সচিব

২০২৫ এপ্রিল ১৩ ১১:০২:২৩
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন ঢাবি অ্যালামনাই’র আহ্বায়ক ও সদস্য সচিব

ডুয়া ডেস্ক : বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারি ও তাঁদের পরিবার এবং দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানী। আজ রোববার (১৩ এপ্রিল) এক যৌথ শুভেচ্ছাবার্তায় তাঁরা এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছাবার্তায় তাঁরা বলেন, “নতুন বছর সবার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা। বিগত বছরের সব দুঃখ-কষ্ট, হতাশা ও প্রতিবন্ধকতা পেছনে ফেলে আমরা যেন একটি সুন্দর, মানবিক ও উন্নয়নমুখী সমাজ গড়ে তুলতে পারি—এই হোক আমাদের অঙ্গীকার।”

দুদু ও ড্যানী আরও বলেন, “দেশবাসীর গণতান্ত্রিক অধিকার রক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ। নতুন বছরে জনগণের অধিকার আদায়ে আমরা আরও দৃঢ়ভাবে কাজ করে যাবো। সকল বিভেদ ভুলে একসঙ্গে এগিয়ে চলাই হোক নতুন বছরের মূল প্রেরণা।”

নেতৃদ্বয় দেশবাসীর সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য, নিরাপদ জীবন কামনা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন, ১৪৩২ বঙ্গাব্দ হবে আশার আলোয় ভরা একটি নতুন অধ্যায়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে