ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

চীনে ৮৩৮টি ফ্লাইট বাতিল, ট্রেন চলাচল বন্ধ

২০২৫ এপ্রিল ১২ ২২:৫৪:১৪
চীনে ৮৩৮টি ফ্লাইট বাতিল, ট্রেন চলাচল বন্ধ

ডুয়া নিউজ: চীনের রাজধানী বেইজিং ও আশপাশের উত্তরাঞ্চলে প্রবল বাতাসের কারণে ৮৩৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ট্রেন চলাচলও স্থগিত রয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার (১২ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটের মধ্যে বেইজিংয়ের দুটি প্রধান বিমানবন্দরে এ বাতিলের ঘটনা ঘটে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বেইজিংয়ে ঘণ্টায় ৯৩ মাইল গতিবেগে বাতাস বইছে, যা গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী। এ দমকা হাওয়া রবিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তাই পর্যটন স্পট ও ঐতিহাসিক স্থানগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এই পরিস্থিতিতে শুক্রবার থেকেই লক্ষাধিক মানুষকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কিছু রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সতর্ক করেছে, ৫০ কেজির কম ওজনের মানুষ সহজেই বাতাসে উড়ে যেতে পারেন। ঝড়ের কারণে বেইজিংয়ের বিমানবন্দর এক্সপ্রেস সাবওয়ে লাইনসহ বেশ কিছু উচ্চগতির রেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এছাড়া, শহরের পার্কগুলোও বন্ধ রাখা হয়েছে এবং প্রায় ৩০০টি গাছ উপড়ে গেছে।

বেইজিংয়ের ২২ মিলিয়ন বাসিন্দাকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে বলা হয়েছে। বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত হতাহত হওয়ার খবর নেই।

একজন স্থানীয় বাসিন্দা রয়টার্সকে বলেছেন, “বেইজিংয়ের সবাই এ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন, তবে রাস্তায় লোকের উপস্থিতি ততটা কম নয়।”

ঝেজিয়াং প্রদেশের এক ব্যবসায়ী জানান, প্রবল বাতাসের কারণে পূর্ব নির্ধারিত সব ফ্লাইট বাতিল হয়েছে। তিনি বলেন, “আমি কিছুদিন পর নতুন করে টিকিট কাটব। আসলে এখন শুধু বেইজিংয়ে আটকে আছি।” আবহাওয়া বিভাগ জানিয়েছে মঙ্গোলিয়ার উপর দিয়ে আসা শীতল ঘূর্ণাবর্তের কারণে এই প্রবল বাতাসের সৃষ্টি হয়েছে এবং শনিবারই বাতাসের গতিবেগ সবচেয়ে বেশি হতে পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে