ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

বিশ্ব মিডিয়ায় ঢাকার ‘মার্চ ফর গাজা’

২০২৫ এপ্রিল ১২ ২২:৩৬:১৮
বিশ্ব মিডিয়ায় ঢাকার ‘মার্চ ফর গাজা’

ডুয়া নিউজ: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বাংলাদেশে ঢাকায় অনুষ্ঠিত 'মার্চ ফর গাজা' কর্মসূচি দেশীয় ও বিশ্ব মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।

প্রতিবাদী বিক্ষোভে অংশগ্রহণকারীরা গাজার প্রতি সমর্থন জানিয়ে রাজপথে নেমেছেন, যা বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের একটি বৃহত্তর আন্দোলনের অংশ।

শনিবার (১২ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত বিশাল এ বিক্ষোভে বিভিন্ন ধর্ম ও বর্ণের হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে। রাজধানী ঢাকায় অনুষ্ঠিত এ 'মার্চ ফর গাজা' কর্মসূচি নিয়ে দেশী গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদ সংস্থা যেমন অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), ওয়াশিংটন পোস্ট, দ্য ইনডিপেনডেন্ট এবং আরব নিউজও বিশদ প্রতিবেদন প্রকাশ করেছে।

এপি

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় প্রায় এক লাখ মানুষ ইসরাইলের হামলার বিরুদ্ধে বিক্ষোভ জানাতে সমবেত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত তারা ‘ফ্রি ফ্রি, ফিলিস্তিন’ স্লোগান দেন এবং ফিলিস্তিনি পতাকা বহন করেন। প্রতিবাদকারীরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিতে আঘাত করে।

আরব নিউজআরব নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে ঢাকা সমাবেশে ১০ লাখের বেশি মানুষ অংশ নিয়েছিলেন, যা বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে সর্ববৃহৎ সংহতি সমাবেশ হিসেবে বর্ণিত হয়েছে।

দ্য ইনডিপেনডেন্ট

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, সমাবেশে প্রায় এক লাখ মানুষ উপস্থিত ছিলেন, এবং এতে বিএনপি ও অন্যান্য ইসলামপন্থি দলের সমর্থনও উল্লেখ করা হয়েছে।

দ্য ওয়াশিংটন পোস্ট

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট রিপোর্ট করেছে, লাখো মানুষ ঢাকায় ইসরাইলবিরোধী সমাবেশে অংশ নিয়েছে এবং গাজায় ইসরাইলি সামরিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

কানাডার সিটিভি নিউজসহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে বাংলাদেশের ফিলিস্তিনপন্থি সমাবেশের খবরও প্রচারিত হয়েছে।

এইসব প্রতিবেদনগুলো বাংলাদেশের জনগণের ফিলিস্তিনের প্রতি সমর্থন এবং আন্তর্জাতিক মহলে মানবাধিকারের বিষয়ে তাদের উদ্বেগকে সমর্থন করে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে