ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

সিলেটে বাটা শোরুমের লুটপাটের নেতৃত্বে আ. লীগ নেতার ছেলে

২০২৫ এপ্রিল ১২ ২২:২৯:৩২
সিলেটে বাটা শোরুমের লুটপাটের নেতৃত্বে আ. লীগ নেতার ছেলে

ডুয়া নিউজ: সিলেট নগরীর দরগা গেইট এলাকায় বাটার শোরুমে লুটপাটের ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে আওয়ামী লীগ নেতার ছেলে ইশতিয়াক নূর চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ এপ্রিল) রাত ৯টার দিকে মহানগরের বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে আয়োজিত তৌহিদী জনতার মিছিলে ইশতিয়াক অংশ নিয়ে প্রথমে বাটার শোরুমে ঢুকে বস্তা ভরে জুতা চুরি শুরু করে। এ সময় তার মাথায় ছিল সৌদি স্টাইলের রুমাল।

সিসিটিভি ফুটেজ ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সে দোতলা থেকে ব্যাগভর্তি জুতা নিচে ফেলে দিয়ে নাচছিল।

ইশতিয়াকের বাবা মনিরুজ্জামান চৌধুরী সিলেট শহরের সুবিদবাজার এলাকার আওয়ামী লীগের নেতা বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত সোমবার বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল থেকে অন্তত ১৩টি দোকান, রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

এসব ঘটনায় কোতোয়ালি মডেল থানায় তিনটি মামলা হয়েছে, যাতে অজ্ঞাতপরিচয় ১,৭৪০ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে