ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তুরস্কের অ্যারোস্পেস প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক

২০২৫ এপ্রিল ১২ ২১:১৩:৫৪
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তুরস্কের অ্যারোস্পেস প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক

ডুয়া নিউজ: তুরস্কের অ্যারোস্পেসের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেহমেত ডেমিরোগ্লুর সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আজ শনিবার (১২ এপ্রিল) তুরস্কে ‘আন্টালিয়া কূটনৈতিক ফোরামের’ ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তুর্কি অ্যারোস্পেসের সভাপতিকে জানান, বাংলাদেশের মহাকাশ প্রযুক্তিতে একটি নির্ভরযোগ্য অংশীদার প্রয়োজন। বাংলাদেশ ও তুরস্ক যদি একে অপরের সঙ্গে সহযোগিতা করে তবে তা উভয়ের জন্যই লাভজনক হবে। উভয়পক্ষ বাংলাদেশে বিনিয়োগ অন্বেষণ এবং মানবসম্পদ উন্নয়নের জন্য সংশ্লিষ্ট প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।’

পররাষ্ট্র উপদেষ্টার আমন্ত্রণে মহাকাশ প্রযুক্তিতে বিদ্যমান সম্ভাবনা ও ভবিষ্যৎ সহযোগিতা অনুসন্ধানের উদ্দেশ্যে সিইওর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফরে সম্মত হয়েছে।

বৈঠকে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমও উপস্থিত ছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে