ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস দোকনে

২০২৫ এপ্রিল ১২ ১৯:০৬:১৭
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস দোকনে

ডুয়া নিউজ: ফেনীর ফুলগাজীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা দোকানে ঢুকে পড়েছে। এ ঘটনায় তাসনিম উদ্দিন (১৫) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আজ শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফুলগাজীর কলাবাগান এলাকায় ফেনী-বিলোনিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসিন ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের মধ্যম বাশুড়া গ্রামের বাসিন্দা বেলাল হোসেনের ছেলে। স্থানীয় ফুলগাজী পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

আহতদের মধ্যে রয়েছেন—পরশুরাম উপজেলার আম্বিয়া বেগম, জয়নাল আবেদীন, দাগনভূঞা উপজেলার বেলাল হোসেন এবং ভোলা জেলার নাছির উদ্দীন। তারা ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আহত অপর একজনের পরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ‘আজ সকালে ফেনী থেকে পরশুরামের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের চালক ফুলগাজীর কলাবাগানে এসে নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে বাসটি পথচারী এক শিক্ষার্থীকে চাপা দিয়ে সড়কের পাশের দোকানঘরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে শিক্ষার্থী তাসিন উদ্দিনের মৃত্যু হয়। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে ভেতরে থাকা অন্তত পাঁচ যাত্রী আহত হন। স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।’

এ বিষয়ে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, “পুলিশ নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে