ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

প্রবাসীদের নাগরিকত্ব নিয়ে দুঃসংবাদ দিল জার্মানি

২০২৫ এপ্রিল ১২ ১৭:৩০:১৫
প্রবাসীদের নাগরিকত্ব নিয়ে দুঃসংবাদ দিল জার্মানি

ডুয়া ডেস্ক: জার্মানির নতুন সরকার তিন বছরে নাগরিকত্ব পাওয়ার বিধান বাতিল করতে যাচ্ছে। সদ্য গঠিত জোট সরকার তাদের চুক্তিপত্রে নাগরিকত্ব আইনে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে।

২৩ ফেব্রুয়ারির মধ্যবর্তী নির্বাচনের পর রক্ষণশীল সিডিইউ/সিএসইউ এবং মধ্য বামপন্থি এসপিডি জোট গঠন করে সরকার গঠনের সিদ্ধান্ত নেয়। জোট চুক্তি অনুযায়ী, নতুন সরকার ওলাফ শলৎসের বিদায়ী সরকারের সময়ে চালু হওয়া নাগরিকত্ব নীতিমালায় কিছু সংশোধন আনবে।

বিদায়ী সরকারের সময় চালু হওয়া তিন বছরের নাগরিকত্ব পাওয়ার সুবিধা অনুযায়ী, সি১ লেভেলের জার্মান ভাষা দক্ষতা এবং সমাজে একীভূত হওয়ার প্রমাণ সাপেক্ষে বিদেশিদের নাগরিকত্ব দেওয়া হতো। নতুন জোট এই তিন বছরের সুবিধা বাতিল করতে যাচ্ছে। তবে পাঁচ বছর বসবাসের পর নাগরিকত্ব পাওয়ার বিধান বহাল থাকবে।

নাগরিকত্ব আইনের আরেকটি বড় পরিবর্তন হলো, দ্বৈত নাগরিকত্বের বিধান বহাল রাখা। ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আগতরা চাইলে নিজ দেশের পাশাপাশি জার্মান পাসপোর্টও রাখতে পারবেন—এই সুবিধা চালু রাখার বিষয়ে জোট একমত হয়েছে।

অপরাধ সংশ্লিষ্ট দ্বৈত নাগরিকদের নাগরিকত্ব বাতিলের বিষয়টি নির্বাচনপূর্ব আলোচনায় থাকলেও, তা চূড়ান্ত জোট চুক্তিতে জায়গা পায়নি। সিডিইউ/সিএসইউ এই বিষয়ে আগ্রহ দেখালেও, এসপিডি এবং মাইগ্রেশন অ্যাসোসিয়েশন এর বিরোধিতা করায় প্রস্তাবটি বাদ পড়েছে।

উল্লেখ্য, জার্মানির সরকারি পরিসংখ্যান অফিস ‘ডেস্টাটিস’ অনুযায়ী, ২০১৯ সালে ২২৫ জন বাংলাদেশি নাগরিক জার্মানির নাগরিকত্ব গ্রহণ করেন। এছাড়া দেশটিতে বাংলাদেশিদের বসবাসের সংখ্যা ক্রমেই বাড়ছে।

সূত্র: ডয়েচে ভেলে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে