ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ফিলিস্তিনিদের নিয়ে কণা-ইমরানদের গান

২০২৫ এপ্রিল ১২ ১৬:৩৮:৩৭
ফিলিস্তিনিদের নিয়ে কণা-ইমরানদের গান

ডুয়া ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর ও নৃশংস হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। তাদের ভয়াবহ হামলায় ৫০ হাজারের অধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফের গাজায় হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। এবারের হামলা আরও ভয়াবহ ও নৃশংস। এই হামলার প্রতিবাদে জেগে উঠেছে পুরো বিশ্ব। বাংলাদেশেও শুরু হয়েছে দখলদার দেশটির বিরুদ্ধে প্রতিবাদ।

এবার এই নির্মমতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গানে কণ্ঠ মিলিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পীরা।

‘আকাশে উড়ছে মৃত লাশ’ শিরোনামের গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক জাহিদ নিরব। এতে কণ্ঠ দিয়েছেন কণা, ইমরান, মাহাবি, নিবিড়, তুষার, নাঈম ও জাহিদ নিরব নিজেও। গানটির ভিডিও প্রকাশিত হয়েছে জাহিদ নিরবের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

গানটি প্রসঙ্গে জাহিদ নিরব বলেন, “প্রতিবাদের তিনটি ভাষা আছে—একটি হলো নীরবতা, দ্বিতীয়টি শব্দ, আর তৃতীয়টি রক্ত। আমরা শব্দকে বেছে নিয়েছি। এই গান কেবল সংগীত নয়, এটা এক ধরনের আর্তনাদ, এক চিৎকার—নিষ্পাপ শিশুদের, মায়েদের, আর হাজারও নিঃস্ব মানুষের হয়ে। গাজায় প্রতিদিন যখন লাশ পড়ে, তখন আমাদেরও কিছু বলা উচিত। আমরা যুদ্ধ চাই না, চাই না মৃত্যু। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে গলা তো তুলতেই হবে। এই গান সেই সাহসিকতার ছোট্ট প্রকাশ।”

এই উদ্যোগের পেছনে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে