ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ট্রাম্প-নেতানিয়াহু!

২০২৫ এপ্রিল ১২ ১৫:৪১:৩৯
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ট্রাম্প-নেতানিয়াহু!

ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে এক ব্যতিক্রমধর্মী প্রতীকী প্রদর্শনী দেখা গেছে। দুপুর ১২টার দিকে চারুকলার সামনে থেকে শুরু হওয়া এই মিছিলে গাজায় চলমান ইসরায়েলি হামলা, যুক্তরাষ্ট্রের সমর্থন এবং আরব বিশ্বের নীরবতা নিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে অগ্রসর হয়। এতে অংশগ্রহণকারীরা অভিনব উপায়ে নিজেদের প্রতিবাদ প্রকাশ করেন।

প্রদর্শনীতে একজন নেতানিয়াহুর মুখোশ পরে রক্তভর্তি (প্রতীকী) বাটি হাতে হাঁটেন, যার সারা শরীর জুড়ে প্রতীকীভাবে ফিলিস্তিনি রক্তের দাগ। তার পাশেই ট্রাম্পের মুখোশ পরিহিত আরেক ব্যক্তি নেতানিয়াহুকে সমর্থন জানিয়ে হাঁটেন, তার শরীরেও প্রতীকী রক্ত ছোপ।

আরব নেতাদের প্রতীকী পোশাক পরা কয়েকজন এই দুই নেতার চারপাশে ঘুরে বেড়াচ্ছিলেন, কেউ কেউ তাদের হাতে চুমু খেয়ে আনুগত্য প্রকাশ করছিলেন।

মিছিলের পেছনে সাদা কাফনে মোড়ানো বহু লাশের প্রতীকী প্রতিকৃতি রাখা হয়। দেখা যায়, নেতানিয়াহু, ট্রাম্প এবং আরব নেতাদের এই প্রতিকৃতিগুলো টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে।

প্রতিবাদ আয়োজকদের একজন বলেন, “ইসরায়েলি দখলদার বাহিনী ফিলিস্তিনে যে গণহত্যা চালাচ্ছে সেটি সরাসরি ট্রাম্প প্রশাসনের সহযোগিতায় হচ্ছে। আর আরব নেতারা পুরো বিষয়টি দেখেও চুপ করে আছেন।” এই কারণেই তারা প্রতীকী ও ব্যতিক্রমধর্মী এই প্রতিবাদের আয়োজন করেছেন বলে জানান তিনি।

এই আয়োজন ছিল শুধু একটি প্রতিবাদই নয় বরং বিশ্বরাজনীতির নির্লজ্জ বাস্তবতাকে জনসম্মুখে উন্মোচনের এক অভিনব প্রয়াস।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে