ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ফাঁদে ফেলা হচ্ছে ড. ইউনূসকে

২০২৫ এপ্রিল ১২ ১৫:২৭:৩৬
ফাঁদে ফেলা হচ্ছে ড. ইউনূসকে

ডুয়া ডেস্ক: গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক নাজমুল আশরাফ সম্প্রতি সময় টিভির এক আলোচনায় বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে যেভাবে প্রশংসা ও দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখার আহ্বান উঠছে, তা উদ্বেগজনক। তার মতে, এমন তোষামোদমূলক আচরণ একজন নেতাকে ফ্যাসিবাদের দিকে ঠেলে দিতে পারে—যেমনটা অতীতে শেখ হাসিনার ক্ষেত্রেও ঘটেছিল।

আলোচনায় তিনি বলেন, “জনগণ নাকি চায় অন্তর্বর্তী সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকুক—এটা তো স্পষ্টভাবে এক ধরনের বাসনা। আমরা এর আগেও এনসিপির একজন নেতার মুখে ড. ইউনূসকে পাঁচ বছর বা তার বেশি সময়ের জন্য ক্ষমতায় রাখার প্রস্তাব শুনেছি। কেউ বলছেন দশ বছর, কেউ বলছেন যতদিন দরকার। এসব শোনার পর মনে হচ্ছে, ড. ইউনূসকে ঘিরে তোষামোদি শুরু হয়ে গেছে।”

নাজমুল আশরাফ বলেন, “ড. ইউনূস এখন ভালো কাজ করছেন, সংস্কার করছেন, জনসমর্থন পাচ্ছেন—তাতে সমস্যা নেই। কিন্তু তাকে দীর্ঘমেয়াদে বা আজীবন ক্ষমতায় রাখার যে ধরণে স্লোগান তোলা হচ্ছে, তা একেবারেই পরিচিত একটি রাজনৈতিক কৌশল। শেখ হাসিনার আমলে যেমন শোনা যেত—‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’, এখন তেমনই ঈদের জামাতেও শোনা যাচ্ছে ‘ড. ইউনূসকে আরও পাঁচ বছর দরকার’। এটা চিন্তার বিষয়।”

তিনি সতর্ক করে বলেন, অতিরিক্ত ব্যক্তিকেন্দ্রিক প্রশংসা ও তেলমাখা বক্তব্য শেষ পর্যন্ত একজন নেতাকে স্বৈরতন্ত্রের পথে ঠেলে দিতে পারে। “আমরা দেখেছি, শেখ হাসিনার অনুসারীরাই একসময় তার চারপাশে এমন তোষামোদের বলয় গড়ে তোলে, যা তাকে ফ্যাসিস্ট শাসকের জায়গায় পৌঁছে দেয়। এখন যদি একই পথে ড. ইউনূসকে চালনা করা হয় তাহলে ইতিহাস পুনরাবৃত্তি হওয়ার শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না,”—বলেন নাজমুল আশরাফ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে