ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

নতুন ডিএমডি হলেন সরকারি ব্যাংকের ৯ জিএম

২০২৫ এপ্রিল ১২ ১৪:৪১:২৪
নতুন ডিএমডি হলেন সরকারি ব্যাংকের ৯ জিএম

ডুয়া ডেস্ক: নতুন ডিএমডি হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারি ব্যাংকের ৯ জন মহাব্যবস্থাপক (জিএম)। রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে তাঁদের এ পদোন্নতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদোন্নতি পাওয়া ৯ জনের মধ্যে সবচেয়ে বেশি সোনালী ব্যাংকের (পাঁচজন)। তাঁদের মধ্যে মো. রেজাউল করিম, মো. নূরুন নবী ও মোহাম্মদ শাহজাহান সোনালী ব্যাংকেই ডিএমডি হিসেবে কাজ করবেন। অন্যদিকে মো. রফিকুল ইসলামকে বেসিক ব্যাংকে এবং মো. নজরুল ইসলামকে জনতা ব্যাংকে পদায়ন করা হয়েছে।

অগ্রণী ব্যাংক থেকে পদোন্নতি পেয়েছেন দুজন। রূবানা পারভীন অগ্রণী ব্যাংকেই ডিএমডি পদে থাকবেন আর নূরুল হুদাকে পদায়ন করা হয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি)।

এ ছাড়া কৃষি ব্যাংকের মোহা. খালেদুজ্জামানকে কৃষি ব্যাংকেই এবং জনতা ব্যাংকের মো. আশরাফুল আলমকে জনতা ব্যাংকে ডিএমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

২০২৩ সালের ‘এমডি, ডিএমডি ও জিএম পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা’ অনুসারে এই পদোন্নতি দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। পদোন্নতির আগে তাঁদের সাক্ষাৎকার নেন একটি উচ্চপর্যায়ের কমিটি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে