ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

‘থেমে যাবে না নববর্ষের শোভাযাত্রা’

২০২৫ এপ্রিল ১২ ১৩:৩৭:২১
‘থেমে যাবে না নববর্ষের শোভাযাত্রা’

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ফ্যাসিবাদের মুখাকৃতি পোড়ানোর ঘটনায় শোভাযাত্রা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এমন গুঞ্জনের জবাবে অনুষদের সহকারী প্রক্টর মো. ইসরাফিল প্রাং বলেন, ফ্যাসিবাদী শক্তির জন্য আমাদের শোভাযাত্রা থেমে যাবে না, শোভাযাত্রা হবেই।

শনিবার (১২ এপ্রিল) এ কথা বলেন তিনি। একজন মুখোশধারী ব্যক্তি এই আগুন লাগিয়েছে বলে জানান ইসরাফিল প্রাং।

তিনি বলেন, আমাদের সভা এখনো চলমান। সিসিটিভি ফুটেজ আরো যাচাই-বাছাই চলছে। এরপর বিস্তারিত জানানো হবে।

এর আগে শনিবার ভোর পাঁচটার দিকে ফ্যাসিবাদের মুখাকৃতি ও পায়রার মোটিভে আগুন দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ সকালে বলেন, 'ভোর চারটা থেকে পাঁচটার ভেতরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় দায়িত্বরত প্রক্টরিয়াল টিমের দুই সদস্য নামাযে গিয়েছেন। এ ছাড়া দারোয়ান ঘুমে ছিলেন। ফলে আগুন কীভাবে লেগেছে তা এখনো জানা যায়নি।'

তিনি জানান, 'আমরা অনুমান করছি কেউ পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে। আবার তা নাও হতে পারে। ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা ছিল। ক্যামেরার পাসোওয়ার্ড ভুলে যাওয়ায় এখনো ফুটেজ দেখা সম্ভব হয়নি। য়বে ভিন্নভাবে এ ফুটেজ দেখার চেষ্টা চলছে।'

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে