ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ফিলিস্তিনের প্রতি অটল সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ

২০২৫ এপ্রিল ১২ ১২:২৬:৪৯
ফিলিস্তিনের প্রতি অটল সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ

ডুয়া ডেস্ক: জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবের আলোকে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ তার অবিচল সমর্থন অব্যাহত রাখবে বলে জানিয়েছে সরকার।

শুক্রবার (১১ এপ্রিল) তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত ‘আন্টালিয়া কূটনৈতিক ফোরাম’-এর ফাঁকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম এ খানের সঙ্গে এক বৈঠকে এই প্রতিশ্রুতি দেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে দুই উপদেষ্টা সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন। তারা গাজা ও রোহিঙ্গা সংকট মোকাবিলায় আইসিসির ভূমিকার প্রশংসা করেন এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার ও দায়বদ্ধতা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে বাংলাদেশ ও আইসিসির মধ্যকার সহযোগিতা এবং ভবিষ্যৎ অংশীদারিত্ব আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রসিকিউটর করিম এ খান আন্তর্জাতিক ন্যায়বিচার ব্যবস্থায় বাংলাদেশের অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন।

পররাষ্ট্র উপদেষ্টা রোম সংবিধি ও আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি বাংলাদেশের দীর্ঘদিনের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন। দুই পক্ষই আগামীতে পারস্পরিক সম্পৃক্ততা আরও বৃদ্ধির বিষয়ে ঐকমত্যে পৌঁছায়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে