ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

লোডশেডিং হলে প্রথমে রাজধানীতেই হবে : জ্বালানি উপদেষ্টা

২০২৫ এপ্রিল ১১ ২৩:০৯:১৮
লোডশেডিং হলে প্রথমে রাজধানীতেই হবে : জ্বালানি উপদেষ্টা

ডুয়া নিউজ: গ্রীষ্মে লোডশেডিং কমানোর জন্য সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, গরমে যদি লোডশেডিং হয় তবে প্রথমে তা রাজধানীতেই হবে।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামে রেলওয়ে পূর্বাঞ্চলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফাওজুল কবির খান আরও উল্লেখ করেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা অনেক বিষয়ের ওপর নির্ভরশীল। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পায়।

তিনি বলেন, “যদি এসির তাপমাত্রা ২৫ ডিগ্রিতে রাখা যায়, তবে এটি ১ থেকে ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করতে সাহায্য করবে। কিন্তু অনেকেই তা করছেন না, এজন্য জনগণকে সচেতন হতে হবে।”

দুটি কারণে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে বলে তিনি জানান। প্রথমত, উৎপাদন কম হলে লাইন বন্ধ করে দিতে হয়, যা লোডশেডিং হিসেবে পরিচিত। দ্বিতীয়ত, ঝড়-বৃষ্টি বা অন্যান্য কারণে ফিউজ বিছিন্ন হয়ে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হলে তাকে বিদ্যুৎ বিভ্রাট বলা হয়।

তিনি আরও বলেন, গরমের সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব নাও হতে পারে। তবে আমরা চেষ্টা ও কাজ করে যাচ্ছি। সাধারণত গ্রামে লোডশেডিং হবে, প্রথমে ঢাকায় প্রভাব পড়বে এবং পরে অন্যান্য জায়গায়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে