ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

অবশেষে খোঁজ মিলেছে ওবায়দুল কাদেরের

২০২৫ এপ্রিল ১১ ২২:৪৮:১৮
অবশেষে খোঁজ মিলেছে ওবায়দুল কাদেরের

ডুয়া নিউজ: অবশেষে দীর্ঘ সময়ে নিখোঁজ থাকার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নতুন খবর পাওয়া গেছে। শুক্রবার (১১ এপ্রিল) ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে তাঁকে দেখা গেছে বলে জানিয়েছেন ডিজিটাল সংবাদমাধ্যম ‘সকাল সন্ধ্যা’র সম্পাদক গাজী নাসির উদ্দীন আহমেদ।

জানা গেছে, একজন বাংলাদেশি নাগরিক চিকিৎসার জন্য হাসপাতালে উপস্থিত ছিলেন এবং সেখানে জানালার বাইরে তিনি ওবায়দুল কাদেরকে দেখতে পান। প্রতিবেদনের অনুসারে, তিনি আকাশি রঙের পোশাক পরে ছিলেন এবং দৃশ্যত শারীরিকভাবে সুস্থ অবস্থায় তাকে চোখে পড়েছে।

গাজী নাসির তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, তাঁর বন্ধু ডা. শ্যামাশীষ ব্যানার্জীর জন্য অপেক্ষা করে থাকাকালীন দরজা খুলে বের হওয়ার সময় তিনি ওবায়দুল কাদেরকে চিনে ফেলেন এবং সেখান থেকে দ্রুত বের হয়ে যান। এ ঘটনায় একটি দীর্ঘকালীন সন্দেহ ও গুজবের অবসান ঘটেছে যে, কাদেরের অবস্থান নিয়ে চলা আলোচনা ও উদ্বেগ।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তাঁর অবস্থান নিয়ে বিভিন্ন আলোচনা চলেছিল। একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়, তিনি শুরুর তিন মাস বাংলাদেশেই ছিলেন। এরপর গত ৮ নভেম্বর শিলং হয়ে কলকাতায় অবস্থান নেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে