ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ভারী বৃষ্টিতে ভারত-নেপালে শতাধিক মৃত্যু

২০২৫ এপ্রিল ১১ ১৯:০৪:১৪
ভারী বৃষ্টিতে ভারত-নেপালে শতাধিক মৃত্যু

ডুয়া ডেস্ক : ভারত ও নেপালের বিভিন্ন অঞ্চলে অস্বাভাবিক আবহাওয়ার কারণে ভারী বৃষ্টিপাত ও বজ্রঝড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১০০ জন। বুধবার (৯ এপ্রিল) থেকে শুরু হওয়া এ দুর্যোগে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সরকারি সূত্র ও স্থানীয় গণমাধ্যম। তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

ভারতের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য হলো বিহার। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, সেখানে অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে বজ্রঝড় ও বৃষ্টিপাতের কারণে। উত্তর প্রদেশেও প্রাণহানির ঘটনা ঘটেছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সেখানে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে দুর্যোগজনিত নানা দুর্ঘটনায়।

এদিকে, ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) পূর্ব ও মধ্যাঞ্চলে বজ্রঝড় এবং ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে ১২ এপ্রিল পর্যন্ত সতর্কতা জারি করেছে। একই সঙ্গে দেশের পশ্চিমাঞ্চলে তীব্র তাপপ্রবাহের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

প্রতিবেশী দেশ নেপালেও একই রকম পরিস্থিতি বিরাজ করছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বজ্রপাত ও ভারী বৃষ্টির ফলে এখন পর্যন্ত অন্তত ৮ জন প্রাণ হারিয়েছেন।

অস্বাভাবিক আবহাওয়ার কারণে দক্ষিণ ভারতে সাধারণত জুনে শুরু হওয়া বর্ষার আগেই বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, চলতি এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তাপমাত্রা এবং বৈরী আবহাওয়ার আশঙ্কা রয়েছে।

এই প্রাকৃতিক দুর্যোগ জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। বিভিন্ন রাজ্যে সরকারের পক্ষ থেকে উদ্ধার অভিযান ও সহায়তা কার্যক্রম জোরদার করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে