ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

শোভাযাত্রার নাম পরিবর্তন করছি না, পুরোনো ঐতিহ্যে ফিরে যাচ্ছি: ঢাবি ভিসি

২০২৫ এপ্রিল ১১ ১৫:২৭:৫১
শোভাযাত্রার নাম পরিবর্তন করছি না, পুরোনো ঐতিহ্যে ফিরে যাচ্ছি: ঢাবি ভিসি

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, ফিজিবিলিটির বিষয়টি এবার সবচেয়ে দৃষ্টিনন্দন করার চেষ্টা করছি। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মিলিয়ে একটি বড় আয়োজন করার চেষ্টা চলছে।

শুক্রবার (১১ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হওয়া ‘মঙ্গল শোভাযাত্রা’ নামের পরিবর্তন করা হয়েছে। এর নতুন নাম করা হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।

উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, আমরা একটি দলে কাজ করছি। এবারের শোভাযাত্রায় যে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে তার দুটি বার্তা রয়েছে। একটি হচ্ছে একটি ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল স্তরের মানুষের যে সম্মিলিত প্রতিবাদ সেটি তুলে ধরা। আন্দোলন চলাকালীন বিভিন্ন বিষয় এখানে তুলে ধরা হবে। আর একটি বিষয় হচ্ছে ঐক্য ও সম্প্রতির ডাক।

তিনি বলেন, এবারের শোভাযাত্রায় শুধু দেশের বিষয়গুলো নয়, আন্তর্জাতিক কিছু বিষয় অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি। বিভিন্ন নির্যাতনের চিত্র তুলে ধরা হবে। আগেও হয়েছে কিন্তু আরো বড় পরিসরে করার চেষ্টা করছি। এটি অনেক বড় আয়োজন। সবকিছু নিখুঁতভাবে করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন উপাচার্য।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্যসচিব ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, শোভাযাত্রার উপ-কমিটির সদস্যসচিব অধ্যাপক এ এ এম কাওসার হাসান, প্রক্টর সাইফুদ্দীন আহমদ এবং কেন্দ্রীয় সমন্বয় কমিটি ও উপ-কমিটির সদস্যরা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: ঢাবি ভিসি

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে