ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ট্রাম্পের শুল্কের জবাবে ইউরোপকে পাশে চাইল শি জিনপিং

২০২৫ এপ্রিল ১১ ১৪:৫০:০৫
ট্রাম্পের শুল্কের জবাবে ইউরোপকে পাশে চাইল শি জিনপিং

ডুয়া ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি এ ঘটনাকে ‘গুন্ডামি’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে লড়াইয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতা চেয়েছেন।

শুক্রবার (১১ এপ্রিল) সকালে বেইজিংয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে শি জিনপিং বলেন, “আমরা মার্কিন শুল্ককে ভয় পাই না। তবে চীন ও ইউরোপের উচিত আন্তর্জাতিক দায়িত্ব পালন করা এবং একসঙ্গে মিলে আমেরিকার একতরফা গুন্ডামি প্রতিরোধ করা।”

এ সময় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও বাণিজ্য উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “বাণিজ্য নিয়ে এই উত্তেজনার কারণে বেইজিং ও ইইউ’র সহযোগিতায় কোনোভাবেই বিঘ্ন ঘটানো উচিত নয়।”

উল্লেখ, স্পেন প্রতিবছর চীন থেকে প্রায় ৫০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে, যা দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে।

অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক বিবৃতিতে বলেন, “বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না। আমরা এই ধরনের লড়াই চাই না, এবং এ নিয়ে আমরা মোটেও আতঙ্কিত নই।”

সম্প্রতি মার্কিন ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১৪৫ শতাংশ করেছে। হোয়াইট হাউসের এক ঘোষণায় জানানো হয়, নতুন হার বৃহস্পতিবার থেকেই কার্যকর হচ্ছে। এর আগে বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প ১২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন, যা পরবর্তীতে আরও ২০ শতাংশ বাড়ানো হয়।

বিশ্লেষকরা বলছেন, এই অবস্থান বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং চীন-ইউরোপ জোটের মাধ্যমে একটি নতুন বৈশ্বিক বাণিজ্য ভারসাম্য তৈরি হতে পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে