ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ই-সরা-য়েলি বাহিনীর ওপর জেনিন ব্রিগেডের আইইডি হা-ম-লা

২০২৫ এপ্রিল ১১ ১৪:৩৮:১৯
ই-সরা-য়েলি বাহিনীর ওপর জেনিন ব্রিগেডের আইইডি হা-ম-লা

ডুয়া ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক যানবাহনের ওপর ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলার দাবি করেছে জেনিন ব্রিগেড নামে পরিচিত এক ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী। শুক্রবার (১১ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আলজাজিরা আরবি জানায়, জেনিন ব্রিগেড—এ দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সক্রিয় যোদ্ধাদল—বিস্ফোরক হামলার দায় স্বীকার করেছে। তাদের বিবৃতিতে বলা হয়, সিলাত আল-হারিথিয়া শহরের প্রবেশপথে ইসরায়েলি সেনা যানবাহন প্রবেশ করার সময় আগে থেকেই প্রস্তুত রাখা ‘অত্যন্ত বিস্ফোরক’ ডিভাইসটি বিস্ফোরণ ঘটানো হয়।

হামলার পর এখন পর্যন্ত হতাহতের কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।

এদিকে, ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (PIJ )সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেডের নাবলুস ব্যাটালিয়ন নাবলুসের পুরোনো শহরের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর পাল্টা হামলা চালিয়েছে বলে জানা গেছে। যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানকার বিস্তারিত তথ্য এখনও অস্পষ্ট।

এর আগে বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে পশ্চিম তীরের নাবলুসে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় তারা স্থানীয় সাংবাদিক সামের খুওয়াইরাকে তার নিজ বাড়ি থেকে আটক করে নিয়ে যায়। একই সময়ে বালাতা শরণার্থী শিবিরেও সেনা অভিযান চালানো হয়, যেখানে বাসিন্দাদের বাড়ি থেকে বের করে দিয়ে বেশ কয়েকজনকে চোখ বেঁধে তুলে নিয়ে যাওয়া হয়।

ইসরায়েলি সেনারা নাবলুসের পুরোনো শহরের বিভিন্ন এলাকা ঘিরে ফেলে, বিশেষ করে আজাজ মসজিদ ও গ্রেট সালাহ আল-দীন মসজিদ চত্বরে অবস্থান নেয়। স্থানীয় সূত্র জানায়, আকাবা পাড়ার একটি ফিলিস্তিনি বাড়িতেও অভিযান চালিয়েছে তারা।

গত মাসেও ইসরায়েলি বাহিনী একই এলাকায় বেশ কয়েকটি মসজিদে অভিযান চালিয়ে তল্লাশি ও লুটপাট করে, যা অঞ্চলটিতে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে