ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ইউক্রেনকে বড় সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের

২০২৫ এপ্রিল ১১ ১৪:৩১:৪৯
ইউক্রেনকে বড় সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের

ডুয়া ডেস্ক : অবশেষে দীর্ঘ আলোচনা ও অনিশ্চয়তা পেরিয়ে ইউক্রেনের জন্য বড় ধরনের সামরিক সহায়তা নিশ্চিত হলো। ব্রাসেলসে ৫০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আগে যুক্তরাজ্য ঘোষণা দিয়েছে—তারা ইউক্রেনকে অতিরিক্ত ৪৫০ মিলিয়ন পাউন্ড মূল্যের সামরিক সহায়তা দেবে।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলি। তিনি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানো এবং ইউক্রেনে তার আগ্রাসন থামাতে বাধ্য করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “রাশিয়ার আগ্রাসন প্রতিহত করতে হলে আমাদের আরও সক্রিয় হতে হবে। ইউক্রেনের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর মাধ্যমেই তা সম্ভব।”

নতুন সহায়তা প্যাকেজে ইউক্রেনের জন্য থাকছে হাজার হাজার ড্রোন, অ্যান্টি-ট্যাংক মাইন এবং সামরিক যান মেরামতের জন্য প্রয়োজনীয় অর্থ। এই সহায়তার মধ্যে প্রায় ৩৫০ মিলিয়ন পাউন্ড সরাসরি দেবে যুক্তরাজ্য। আর বাকি অর্থ আসবে নরওয়ের মাধ্যমে, 'ইন্টারন্যাশনাল ফান্ড ফর ইউক্রেন' নামের একটি আন্তর্জাতিক তহবিল থেকে।

এছাড়াও, প্যাকেজটির আওতায় পূর্বে সরবরাহ করা সামরিক যান ও সরঞ্জামের রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য ১৬০ মিলিয়ন পাউন্ড বরাদ্দ রাখা হয়েছে।

এই পদক্ষেপকে ইউক্রেনের জন্য একটি বড় প্রাপ্তি হিসেবেই দেখছেন বিশ্লেষকরা, যা রুশ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে