ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

দাখিল পরীক্ষা: খাতায় লিখছে মারুফা, বলছে পরীক্ষার্থী শ্যামলী

২০২৫ এপ্রিল ১১ ১৪:০৪:২২
দাখিল পরীক্ষা: খাতায় লিখছে মারুফা, বলছে পরীক্ষার্থী শ্যামলী

ডুয়া ডেস্ক: পড়ালেখায় দক্ষ হলেও শারীরিক অক্ষমতায় নিজের হাতে লিখতে পারে না সামিরা আক্তার শ্যামলী। দুই মাস আগে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে হাতের শক্তি হারিয়েছে সে। কিন্তু শারীরিক সীমাবদ্ধতা তার মনোবল ভাঙতে পারেনি। অন্যের সাহায্যে সে অংশ নিচ্ছে দাখিল পরীক্ষায়।

গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি কামিল মাদ্রাসা কেন্দ্রে বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় একটি কক্ষে বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসে সে। প্রশ্নের উত্তর সে মুখে বলে আর খাতায় লিখে দেয় একই মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী মারুফা।

শ্যামলী উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের মো. সেলিম মিয়ার মেয়ে। তার মা নাসিমা আক্তার। সে স্থানীয় পটকা আলিম মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিচ্ছে।

বেলা ১১টার দিকে পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায়, এক শিক্ষিকার তত্ত্বাবধানে শ্যামলী বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দিচ্ছে।

পটকা আলিম মাদ্রাসার সুপার মো. রফিকুল ইসলাম বলেন, “দুই মাস আগে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শ্যামলীর হাত অচল হয়ে পড়ে। সে কথা বলতে পারলেও লিখতে পারে না। এজন্য বিশেষ ব্যবস্থায় পরীক্ষার অনুমতি নেওয়া হয়েছে। শ্যামলী ভালো ছাত্রী, ভালো ফলাফল করবে বলে আশা করি।”

কেন্দ্র সচিব মারুফ আহমেদ মমতাজী বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিশেষ ব্যবস্থায় তার পরীক্ষা নেওয়া হচ্ছে।”

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, “আমাদের জানানো হলে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়। তার হাতে লেখার সক্ষমতা নেই।”

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, “চিকিৎসকদের মতামতের ভিত্তিতে বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে