ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নববর্ষের দিন বন্ধ থাকবে যেসব মেট্রোরেল স্টেশন

২০২৫ এপ্রিল ১১ ১২:৪২:৫৯
নববর্ষের দিন বন্ধ থাকবে যেসব মেট্রোরেল স্টেশন

ডুয়া ডেস্ক: বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে আগামী ১৪ এপ্রিল (সোমবার) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা মেট্রোরেলের শাহবাগ ও টিএসসি স্টেশনে যাত্রী ওঠানামা সাময়িকভাবে বন্ধ থাকবে।

শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এবার ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।

প্রতি বছরের মতো এবারও চারুকলা অনুষদ পয়লা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করছে, যা ২০১৬ সালে ইউনেস্কো থেকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছিল। এবারের শোভাযাত্রাও রাজধানীবাসীর জন্য হবে রঙিন, উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশের প্রতীক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রো-উপাচার্য (প্রশাসন) ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, চারুকলা অনুষদের ডিন ও উদযাপন কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ এবং শোভাযাত্রা উপকমিটির সদস্যসচিব অধ্যাপক এ এ এম কাওসার হাসান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে