ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

বাংলাদেশ পুলিশের নতুন লোগো প্রকাশ

২০২৫ এপ্রিল ১১ ১২:২৪:২৫
বাংলাদেশ পুলিশের নতুন লোগো প্রকাশ

ডুয়া ডেস্ক : বাংলাদেশ পুলিশ তাদের পুরনো লোগো পরিবর্তন করে নতুন একটি মনোগ্রাম বা লোগো প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

নতুন লোগোতে সংযোজন করা হয়েছে জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাটপাতার ওপরে ‘পুলিশ’ শব্দটি। চিঠিতে বলা হয়েছে, পূর্বের মনোগ্রাম বা লোগো পরিবর্তনের সিদ্ধান্ত অনুযায়ী নতুন লোগোটি চূড়ান্ত করা হয়েছে এবং এটি ইতোমধ্যে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে। এখন শুধু প্রজ্ঞাপন জারির অপেক্ষা।

চিঠিতে আরও বলা হয়, দেশের সব জেলা ও ইউনিটে ব্যবহৃত পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্মসহ অন্যান্য সকল ক্ষেত্রে নতুন মনোগ্রাম বা লোগো ব্যবহারের জন্য প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারি হওয়ার সঙ্গে সঙ্গে এটি কার্যকরভাবে ব্যবহার করতে হবে।

এর আগে রাজনৈতিক প্রেক্ষাপটে পুলিশের লোগো নিয়ে নানা আলোচনা হয়েছিল। পুরনো লোগোতে নৌকার প্রতীক থাকায় তা নিয়ে বিতর্ক তৈরি হয়। সরকার পরিবর্তনের পর বিভিন্ন মহল থেকে লোগো ও পুলিশের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি কমিশন গঠন করে বিষয়টি পর্যালোচনা করে।

পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে বৃহস্পতিবার দেশের সব ইউনিটে নতুন লোগো সংক্রান্ত এই নির্দেশনা পাঠানো হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে