ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

সোহরাওয়ার্দী উদ্যানে ১২ই এপ্রিল কী হবে? জানালেন শায়খ আহমাদুল্লাহ

২০২৫ এপ্রিল ১১ ১২:১৬:০১
সোহরাওয়ার্দী উদ্যানে ১২ই এপ্রিল কী হবে? জানালেন শায়খ আহমাদুল্লাহ

ডুয়া নিউজ: আলোচিত ইসলামিক বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ প্যালেস্টাইন নিয়ে একটি গুরুত্বপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। আগামী ১২ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল সমাবেশ।

ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ সকলকে এই সমাবেশে অংশ নিতে উদ্বুদ্ধ করেছেন। তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এই প্রথমবারের মতো এমন একটি সমাবেশ হতে যাচ্ছে যেখানে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক দলের মানুষ, যেমন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, হেফাজতে ইসলাম এবং আরো অনেক সংগঠন একত্রিত হচ্ছেন।

এছাড়া বিশিষ্ট ব্যক্তিত্বদেরও উপস্থিতি নিশ্চিত করেছে, যেমন বায়তুল মোকাররমের খতীব মাওলানা আব্দুল মালেক, সাংবাদিক মাহমুদুর রহমান, শায়খ মিজানুর রহমান আজহারী ও অন্যান্য সেলিব্রেটিরা।

তিনি সকলকে আহ্বান জানিয়েছেন যেন তারা সোহরাওয়ার্দী উদ্যানে আসেন এবং পবিত্র ভূমির মানুষের দুঃখগাথা সম্পর্কে জানান। পাশাপাশি, জনসমাবেশের স্থানে অকারণে বিশৃঙ্খলা সৃষ্টি থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করেছেন।

ফেসবুক পোস্টে তিনি আহ্বান জানিয়ে বলেন, মানবতার প্রতি সম্মান দেখাতে আসুন এবং আপনার কাছের মানুষদেরও সঙ্গে নিয়ে আসুন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে