ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ভারতকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধাও বাতিলের ইঙ্গিত বাংলাদেশের

২০২৫ এপ্রিল ১১ ১২:০৭:৫৪
ভারতকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধাও বাতিলের ইঙ্গিত বাংলাদেশের

ডুয়া ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, ভারতকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনর্বিবেচনা করা হচ্ছে। সম্প্রতি একটি অপ্রত্যাশিত সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পর বিষয়টি নিয়ে সরকার সব সংশ্লিষ্ট পক্ষ—গার্মেন্টস খাতের ক্রেতা, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাণিজ্য মন্ত্রণালয়সহ অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেছে।

তিনি বলেন, “আমি নিজে জরুরি ভিত্তিতে একটি বৈঠক করেছি। ইনশাআল্লাহ, আমরা কোনো সমস্যা দেখছি না। নিজেদের সক্ষমতা কাজে লাগিয়ে আমরা রপ্তানির ধারাবাহিকতা ও প্রতিযোগিতামূলক অবস্থান বজায় রাখব।"

বাণিজ্য উপদেষ্টা আরও জানান, এ মুহূর্তে ভারতের কাছে কোনো আবেদন বা পাল্টা ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নেই। সামাজিক মাধ্যমে নানা দাবি উঠলেও সরকারের মূল লক্ষ্য বাণিজ্যিক সক্ষমতা অর্জন এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বাণিজ্য কাঠামো গড়ে তোলা।

বর্তমানে প্রতিদিন ৪০ থেকে ৫০০০ টন পণ্য সড়কপথে ভারতের দিল্লি, কলকাতা ও ব্যাঙ্গালোরসহ বিভিন্ন পোর্ট ব্যবহার করে রপ্তানি হচ্ছে। এই অবস্থায় বাংলাদেশের নিজস্ব পরিবহন ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে।

তিনি জানান, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য স্বাভাবিক রয়েছে এবং নেপালের সঙ্গেও ট্রানজিট বাণিজ্যে কোনো সমস্যা দেখা দেয়নি। সংকটটি মূলত বিমানবন্দর-সংক্রান্ত, যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে