ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে ক্ষতির মুখে ভারত, অর্থনীতিতে ধস

২০২৫ এপ্রিল ১১ ১১:১৭:৩৫
ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে ক্ষতির মুখে ভারত, অর্থনীতিতে ধস

ডুয়া ডেস্ক: ভারতের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দেশজুড়ে উদ্বেগ বাড়ছে। শেয়ারবাজারে অস্থিরতা, মুদ্রার রেকর্ড পতন এবং একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে চাপে পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। এরই মধ্যে বাংলাদেশের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে সমালোচনার মুখে পড়েছে নয়াদিল্লি।

ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের বিষয়টি নিশ্চিত করেন। ২০২০ সালের জুনে এই সুবিধা চালু হয়েছিল, যার আওতায় বাংলাদেশ তার পণ্য ভুটান, নেপাল ও মিয়ানমারসহ প্রতিবেশী দেশে ভারতের স্থল ও আকাশপথ ব্যবহার করে রপ্তানি করতে পারত।

ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (PTI) জানিয়েছে, এই সিদ্ধান্ত বাংলাদেশের কিছু ব্যবসায়ীর জন্য তাৎক্ষণিক চাপ তৈরি করলেও দীর্ঘমেয়াদে ভারতেরই বড় অঙ্কের রাজস্ব ক্ষতির আশঙ্কা রয়েছে।

বিজিএমইএ’র সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুল্লাহেল বাকী বলেন, "আমাদের বিমানবন্দরগুলোর সক্ষমতা সীমিত থাকলেও বিকল্প পথ খুঁজে নিতে হবে। তবে আমি মনে করি ভারতেরই বেশি ক্ষতি হবে।"

বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কোভিদ আহমেদ জানান, "শুরুর দিকে কিছুটা সমস্যা হতে পারে। ভারতের বিমানবন্দর ব্যবহারের বদলে এখন হয়তো আমাদের শ্রীলঙ্কা বা মালদ্বীপের বিমানবন্দর ব্যবহার করতে হবে।"

অর্থনীতিবিদদের মতে, ভারতের বর্তমান অর্থনৈতিক সংকট—বিশেষ করে রুপির দরপতন এবং শেয়ারবাজারে অস্থিরতা—এর মধ্যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের মতো সিদ্ধান্ত দেশটির অর্থনীতিকে আরও দুর্বল করে তুলবে।

অন্যদিকে বাংলাদেশের প্রতি বৈশ্বিক বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। বিশেষ করে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের সামাজিক ব্যবসা ও অর্থনৈতিক সম্ভাবনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন পরিচিতি পেয়েছে।

বিশ্লেষকদের মতে, ভারতের উচিত হবে ভবিষ্যতে আরও কৌশলী ও দূরদর্শী অর্থনৈতিক ও কূটনৈতিক নীতি গ্রহণ করা, যাতে আঞ্চলিক সম্পর্ক ও অর্থনীতির ভারসাম্য রক্ষা করা যায়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে