ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

রাজধানীর পানিতে পোকা, দুর্ভোগ চরমে

২০২৫ এপ্রিল ১১ ১০:৩২:৪১
রাজধানীর পানিতে পোকা, দুর্ভোগ চরমে

ডুয়া ডেস্ক: রাজধানীর মগবাজার ও মধুবাগসহ বিভিন্ন এলাকায় ওয়াসার পানিতে পোকা পাওয়া যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এসব এলাকার বাসিন্দারা বলছেন, পানিতে দুর্গন্ধ ও ময়লা থাকার কারণে রান্না, গোসলসহ দৈনন্দিন কাজ করতে সমস্যায় পড়ছেন তারা। ফলে অনেকেই পেটের অসুখ ও চর্মরোগে আক্রান্ত হচ্ছেন।

স্থানীয়রা জানান, একাধিকবার পানির ট্যাঙ্ক পরিষ্কার করেও সমস্যার সমাধান হচ্ছে না। তারা মনে করছেন, মূল সমস্যা ওয়াসার সাপ্লাই লাইনে।

মধুবাগের এক বাসিন্দা বলেন, “এই পানি দিয়ে রান্না বা গোসল করা সম্ভব না। বাচ্চারা তো পানিই খেতে চায় না। বাধ্য হয়ে পাম্প থেকে পানি এনে ব্যবহার করতে হয়।” আরেকজন জানান, “ট্যাঙ্ক পরিস্কার করলে কিছুদিন ভালো থাকে, তারপর আবার আগের মতো পোকা দেখা যায়।”

কেউ কেউ ট্যাপের মুখে কাপড় বেঁধে পানি ব্যবহার করছেন। তাদের দাবি, বিকল্প না থাকায় এই অস্বাস্থ্যকর পানি দিয়েই রোজকার কাজ চালাতে হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ওয়াসার তিনজন কর্মকর্তা মধুবাগ এলাকায় পরিদর্শনে যান এবং কয়েকটি বাসা থেকে পানির নমুনা সংগ্রহ করেন। তারা জানান, পানিতে পোকা থাকার বিষয়টি তারা দেখতে পেয়েছেন। তবে তার জন্য বাসার ট্যাঙ্ক পরিষ্কার না করাকেই দায়ী করেন।

ওয়াসার উপসহকারী প্রকৌশলী তৌফিক আহমেদ চৌধুরী বলেন, “পানির লাইনে সমস্যা নেই। ট্যাঙ্ক ঠিকভাবে পরিস্কার করলে সমস্যা থাকবে না।”

তবে এলাকাবাসীর দাবি, নিয়মিত ট্যাঙ্ক পরিষ্কার করা হলেও সমস্যা থেকেই যাচ্ছে। এ অবস্থায় ওয়াসার পাইপলাইন পরীক্ষা করে দেখার আশ্বাস দিয়েছেন পরিদর্শনে আসা কর্মকর্তারা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে