ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

বিতাড়নে বাধ্য করতে ট্রাম্প প্রশাসনের নতুন কৌশল

২০২৫ এপ্রিল ১১ ০৯:৫২:২১
বিতাড়নে বাধ্য করতে ট্রাম্প প্রশাসনের নতুন কৌশল

ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বিতাড়নে আরও কঠোর অবস্থান নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন নীতির আওতায় অভিবাসীদের ‘স্বেচ্ছায় দেশে ফিরে যেতে’ বাধ্য করতে তাদের সামাজিক সুরক্ষা নম্বর (SSN) বাতিল করা হচ্ছে।

সবচেয়ে চমকে দেওয়া বিষয় হলো—এই কাজের জন্য সরকার ব্যবহার করছে ‘ডেথ মাস্টার ফাইল’ নামক একটি সরকারি ডেটাবেস, যেখানে সাধারণত মৃত ব্যক্তিদের নাম রাখা হয়, যেন তারা আর কোনও সরকারি সুবিধা না পান। এখন সেই তালিকায় জীবিত অভিবাসীদের নাম ঢোকানো হচ্ছে—মূলত তাদের “আইনিভাবে মৃত” বলে বিবেচনা করতে চাইছে প্রশাসন।

এই পদক্ষেপের ফলে এসব অভিবাসীরা আর SSN ব্যবহার করতে পারবেন না, যা যুক্তরাষ্ট্রে চাকরি, ব্যাংক লেনদেন, চিকিৎসা সেবা, এমনকি পরিচয় প্রমাণের জন্য অপরিহার্য।

নথি অনুযায়ী, চলতি সপ্তাহেই ৬,৩০০ অভিবাসীর নাম যুক্ত হয়েছে এই মৃতদের তালিকায়। প্রাথমিকভাবে এই তালিকায় যারা রয়েছেন, প্রশাসনের দাবি অনুযায়ী তারা “অপরাধী” বা “সন্ত্রাসে সন্দেহভাজন”। তবে সূত্র বলছে, ভবিষ্যতে তালিকাটি আরও বিস্তৃত হতে পারে— এমনকি সাধারণ অননুমোদিত অভিবাসীরাও এতে যুক্ত হতে পারেন।

মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে। তাদের মতে, এটি শুধু আইনি দিক থেকেই নয়, নৈতিক দিক থেকেও অগ্রহণযোগ্য। জীবিত মানুষকে ‘মৃত’ হিসেবে ঘোষণা করে তাদের সমাজ ও অর্থনীতি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে, যাতে তারা বাধ্য হয় যুক্তরাষ্ট্র ছাড়তে।

প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই উদ্যোগের বিরুদ্ধে কোনও আইনি প্রতিকার থাকবে কিনা, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই পদক্ষেপ তার “কঠোর অভিবাসন নীতি”রই একটি সম্প্রসারণ—যার উদ্দেশ্য সীমান্ত নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রে “শুদ্ধ নাগরিকত্ব” বজায় রাখা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে