ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

২০২৫ এপ্রিল ১১ ০৯:২৪:২৫
হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

ডুয়া ডেস্ক: নিউইয়র্কের হাডসন নদীতে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে পাঁচজনই স্পেনের নাগরিক এবং একই পরিবারের সদস্য। অন্যজন ছিলেন হেলিকপ্টারটির পাইলট।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাত দিয়ে জানানো হয়, নিউইয়র্কের লোয়ার ম্যানহাটনের কাছে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে হেলিকপ্টারটি হাডসন নদীতে বিধ্বস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হেলিকপ্টারটি নদীতে পড়ার আগে প্রায় ১৫ মিনিট ধরে ম্যানহাটনের আকাশে ওড়ার পর হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। ভিডিও ফুটেজে দেখা যায়, হেলিকপ্টারটি টেইল রোটর বা প্রধান রোটর ব্লেইড ছাড়া উল্টে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শী ড্যানি হরবিয়াক বলেন, “আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে ছিলাম, হঠাৎ পাঁচ-ছয়টি বিকট শব্দ শুনি, যা গুলি ছোড়ার মতো লাগছিল। এরপর টুকরোগুলো খসে পড়তে দেখি।” আরেক প্রত্যক্ষদর্শী এরিক ক্যাম্পোভার্দ জানান, “আমি হাঁটছিলাম, তখন দেখি হেলিকপ্টারটি প্রায় ৪৫ ডিগ্রি কোণে নিচে পড়ে যাচ্ছে।”

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, নিহতদের পরিচয় পরিবারকে জানানো না পর্যন্ত প্রকাশ করা হবে না। দুর্ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে। কর্তৃপক্ষের মতে, হেলিকপ্টারটি জর্জ ওয়াশিংটন ব্রিজে বাঁক নেওয়ার পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং প্রায় ১৬ মিনিটের উড্ডয়নের পর নদীতে বিধ্বস্ত হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: হাডসন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে