ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

ভিয়েতনামে ১০ বছর বসবাসের সুবর্ণ সুযোগ

২০২৫ এপ্রিল ১০ ২৩:৪৪:৪৮
ভিয়েতনামে ১০ বছর বসবাসের সুবর্ণ সুযোগ

ডুয়া নিউজ: দক্ষিণ এশিয়ায় ভ্রমণের ক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম। দেশটিতে ২০২৪ সালে প্রায় ১ কোটি ৭৫ লাখ পর্যটক ভ্রমণ করবে। দক্ষিণ-পূর্ব এশিয়ার পর্যটন বাজারে ভিয়েতনামের এই প্রতিপত্তি দীর্ঘদিন ধরে বিদ্যমান এবং দেশটির সরকার এই অবস্থান আরও উন্নত করতে দীর্ঘমেয়াদি ভিসা প্রকল্প চালুর পরিকল্পনা করেছে।

দেশটির ট্যুরিজম অ্যাডভাইজরি বোর্ড ৫ থেকে ১০ বছরের গোল্ডেন ভিসা চালুর একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছে, যার লক্ষ্য থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশের সঙ্গে প্রতিযোগিতা ধরে রাখা।

সম্প্রতি একটি সরকারি বৈঠকে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিনহ চিন পর্যটন খাতের উন্নতির জন্য ভিসা নীতিকে সহজ করার নির্দেশ দিয়েছেন। গত বছর ৯০ দিনের ই-ভিসা চালু এবং ভিসামুক্ত দেশের তালিকা বাড়ানোর পরে দীর্ঘমেয়াদি ভিসা চালু হলে দেশটির পর্যটন খাতের নতুন গতি সঞ্চার হবে বলেই বিশেষজ্ঞদের মত।

ট্যুরিজম অ্যাডভাইজরি বোর্ডের প্রস্তাবে বিনিয়োগকারীদের জন্য ১০ বছরের গোল্ডেন ভিসা এবং পাঁচ বছর পর স্থায়ী বসবাসের সুযোগ দাবি করা হয়েছে। হো চি মিন সিটি, হ্যানয়, ডা নাং ও ফু কুওকের মতো প্রধান পর্যটন কেন্দ্রগুলোতে এই প্রকল্পের প্রাথমিক বাস্তবায়ন হতে পারে।

ভিয়েতনামের পরিকল্পনা, ২০২৬ সালের মার্চে লং থান আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ কাজ শেষ হওয়ার আগে ২ কোটি ৩০ লাখ বিদেশি পর্যটককে আকৃষ্ট করা। সবকিছু পরিকল্পনা মতো এগোলে আগামী বছর দেশটি মালয়েশিয়াকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে পৌঁছে যাবে।

ভিয়েতনাম ইতোমধ্যে এক থেকে পাঁচ বছরের বিনিয়োগের মাধ্যমে ভিসা প্রদান করে আসছে, এবং গোল্ডেন ভিসার পরিকল্পনার সঙ্গে সঙ্গে এই ভিসাগুলোর ক্যাটাগরি রয়েছে। প্রথমত, ৫ বছরের ডিটি-১ ভিসার জন্য বিনিয়োগের পরিমাণ প্রায় ৩৩ কোটি ২৭ লাখ টাকা হতে হবে। দ্বিতীয়ত, ২৩ কোটি ১৫ লাখ টাকার বিনিয়োগে ৫ বছরের জন্য ডিটি-২ ভিসা এবং দেড় থেকে ২৩ কোটি টাকার বিনিয়োগ করে ৩ বছরের ডিটি-৩ ভিসা পাওয়া যাবে। এ ছাড়াও, ১ বছরের ডিটি-৪ ভিসা ১ কোটি ৫০ লাখ টাকার নিচে বিনিয়োগের মাধ্যমে পাওয়া যাবে।

পর্যটন বিশেষজ্ঞরা মনে করেন, দীর্ঘমেয়াদি ভিসা ও বিনিয়োগকারীদের জন্য স্থায়ী বসবাসের সুযোগ ভিয়েতনামকে আঞ্চলিক বিনিয়োগ এবং পর্যটনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। তবে অবকাঠামো উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের বিষয়েও সঠিক নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে