ঢাকা, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ইসরায়েলের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা ভাবছে ট্রাম্প!

২০২৫ এপ্রিল ১০ ২২:৪৯:৩৫
ইসরায়েলের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা ভাবছে ট্রাম্প!

ডুয়া ডেস্ক: ইরানের ওপর নিষেধাজ্ঞাসহ সামরিক পদক্ষেপের কথাও ভাবছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, “আলোচনায় কোনো চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া সম্ভব।” তিনি আরও বলেন, “পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য খুব বেশি সময় নেই।”

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প ইরানবিরোধী পদক্ষেপের ক্ষেত্রে ইসরায়েলকে নেতৃত্ব দিতে চান। সামরিক পদক্ষেপের বিকল্প আছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, “অবশ্যই আছে। যদি সামরিক পদক্ষেপের প্রয়োজন হয় তাহলে আমরা সামরিক ব্যবস্থা নেব। ইসরায়েল অবশ্যই এতে নেতৃত্ব দিবে।”

এদিকে, ইরানের ছয় ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পারমাণবিক কর্মসূচি তদারকি ও পরিচালনার সঙ্গে জড়িত এসব ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি তদারকি ও পরিচালনার সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর সহায়তাকারী হিসেবে চিহ্নিত ৫টি প্রতিষ্ঠান ও একজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞাগুলো মূলত ইরানের পরমাণু শক্তি সংস্থা (এইওআই) এবং এর অধীনস্থ ইরান সেন্ট্রিফিউজ টেকনোলজি কোম্পানিকে (টেসা) লক্ষ্য করে দেওয়া হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে