ঢাকা, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

নিজ খরচে ৯ দিনের সফরে থাইল্যান্ড যাচ্ছেন সিইসি

২০২৫ এপ্রিল ১০ ২১:২০:৫৪
নিজ খরচে ৯ দিনের সফরে থাইল্যান্ড যাচ্ছেন সিইসি

ডুয়া নিউজ: নিজের ব্যক্তিগত খরচে স্ত্রী ও কন্যার চিকিৎসার জন্য আগামীকাল শুক্রবার (১১ এপ্রিল) ৯ দিনের সফরে থাইল্যান্ড যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ইসির উপ-সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক সরকারি আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, ‘প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, তার স্ত্রী ও কন্যার চিকিৎসার জন্য ১১ এপ্রিল থাইল্যান্ড যাচ্ছেন। ৯ দিনের এই সফর শেষে আগামী ১৯ এপ্রিল তিনি দেশে ফিরবেন।’

এতে আরও বলা হয়েছে, ‘এই ভ্রমণের সব খরচ প্রধান নির্বাচন কমিশনার নিজেই বহন করবেন। সিইসির সঙ্গে থাকবেন তার স্ত্রী শাহীন ফেরদৌসী, মেয়ে তাসনিমা নাসির উদ্দিন এবং তার নাতি-নাতনি জুহাইনা রিজওয়ান ও আরশান রিজওয়ান।’

ভ্রমণ সময়ে সিইসির অনুপস্থিতি বাংলাদেশের বাইরে গৃহীত ছুটি হিসেবে বিবেচিত হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে