ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

৪৬ তম লিখিত পরীক্ষার একমাসের মধ্যে ৪৭ তম বিসিএস প্রিলিমিনারি

২০২৫ এপ্রিল ১০ ২০:৫২:২৬
৪৬ তম লিখিত পরীক্ষার একমাসের মধ্যে ৪৭ তম বিসিএস প্রিলিমিনারি

ডুয়া প্রতিবেদক: চলমান বিসিএসগুলোর জট নিরসনে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন সরকারি কর্ম কমিশন চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। তার মধ্যে অন্যতম হলো ৪৬ তম লিখিত পরীক্ষা সম্পন্নের পর একমাসের মধ্যে ৪৭ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করা।

বৃহস্পতিবার এনসিপির পক্ষ থেকে বিসিএস জট নিরসনের বিভিন্ন দাবি জানানোর পর তিনি এ আশ্বাস দেন। এসময় এক বছরের মধ্যে এক বিসিএস আয়োজনের পরিকল্পনার কথা জানান তিনি।

এনসিপির দাবিগুলো হলো- জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ৪৪ তম বিসিএসের সকল ভাইভা সম্পন্ন করে ৩০ জুনের মধ্যে ৪৪ তম এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে হবে; ৪৫ তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল জুনের ৩০ তারিখের মধ্যে ঘোষণা করতে হবে এবং ২০২৫ সালের মধ্যেই ৪৫ তম বিসিএসের চূড়ান্ত ফলাফল সম্পন্ন করতে হবে; জুনের শেষ সপ্তাহ অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে ৪৬ তম বিসিএসের লিখিত শুরু করতে হবে। এই সময়কালের মধ্যে সম্ভব না হলে জুলাইয়ের শেষ সপ্তাহ অথবা আগস্টের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষা শুরু করতে হবে। শিক্ষার্থীদের প্রস্তুতি গ্রহণ ও মানসিক স্বাস্থ্য বিবেচনায় বিসিএস লিখিত ও ভাইভার মধ্যে ন্যূনতম গ্যাপ থাকা বাঞ্ছনীয়; ৪৬ তম লিখিত পরীক্ষা সম্পন্নের পর একমাসের মধ্যে ৪৭ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা নিতে হবে।

এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম। তিনি বলেন, আমরা এসব বিষয়ে ভাবছি। দ্রুত পরিকল্পনা করে জট নিরসনে এই কাজগুলো আমরা করব। একইসঙ্গে এক বছরে এক বিসিএসের দিকেও আমরা যাচ্ছি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

চাকরি এর সর্বশেষ খবর

চাকরি - এর সব খবর



রে